জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা?
[A] মিথেন
[B] হাইড্রোজেন
[C] হিলিয়াম
[D] নাইট্রোজেন
Answer – হাইড্রোজেন
২) 1907 সালের সুরাট অধিবেশনের জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়ে ছিলেন?
A] গোপালকৃষ্ণ গোখলে
[B] রাজবিহারী ঘোষ
[C] উমেশচন্দ্র ব্যানার্জী
[D] ফিরোজ মেহতা
Answer – রাজবিহারী
ঘোষ
৩) ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল আছে?
[A] 17 টি
[B] 21টি
[C] 1 O টি
[D] 12 টি
Answer – 12 টি
৪) ভারতীয় ইতিহাসে কার রাজত্বকে ভারতের স্বর্ণযুগ বলা হয়?
[A] আফগান সাম্রাজ্য
[B] মগধ সাম্রাজ্য
[C] গুপ্ত সাম্রাজ্য
[D] মোঘল সাম্রাজ্য
Answer – গুপ্ত সাম্রাজ্য
৫) কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করে ছিলেন?
[A] পুলিনবিহারী দাস
[B] ক্ষুদিরাম বসু
[C] কেশবচন্দ্র সেন
[D] বারীন্দ্র কুমার
ঘোষ
Answer – পুলিনবিহারী
দাস
৬) ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[A] পুনে(মহারাষ্ট্র)
[B] রাজকোট(গুজরাট)
[C] পিমপ্রি(মহারাষ্ট্র)
[D] পেরাম্বুর(তামিলনাড়ু)
Answer – পুনে(মহারাষ্ট্র)
৭) কোন সম্রাটেরা বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?
[A] ইন্দ্র- গ্রিক
[B] কম্বো
[C] সুঙ্গ
[D] সাতবাহন
Answer – ইন্দ্র-
গ্রিক
৮) কলহনের বইয়ের নাম কি?
[A] ইন্ডিকা
[B] অর্থশাস্ত্রঅর্থশাস্ত্র
[C] রাজতরঙ্গিনী
[D] পুরান
Answer – রাজতরঙ্গিনী
৯) দিন-ই-লাহী কে প্রবর্তন করেন?
[A] মোহাম্মদ বিন
তুঘলক
[B] ফিরোজ শাহ
তুঘলক
[C] বাবর
[D] আকবর
Answer – আকবর
১০) নিচের কোন জায়গায় কনিষ্কের মাথাবিহীন মূর্তি পাওয়ানিচের কোন জায়গায় কনিষ্কের মাথাবিহীন মূর্তি পাওয়া গিয়ে ছিল?
[A] মথুরা
[B] এলাহাবাদ
[C] তাকশিলা
[D] সানচি
Answer – মথুরা
১১) MDMA ড্রাগ এবং ম্যাজিক মাশরুম কে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের অনুমিত দিল কোন দেশ?
[A] চীন
[B] আমেরিকা
[C] অস্ট্রেলিয়া
[D] কানাডা
Answer – অস্ট্রেলিয়া
১২) National Maritime Heritage Complex তৈরি করা হচ্ছে কোন রাজ্যে?
[A] অন্ধপ্রদেশ
[B] গুজরাট
[C] উড়ি
[D] তামিলনাডু
Answer – গুজরাট
১৩) Banking on WorldHeritage এক এক্সিবিশন
আয়োজিত হলো কোথায়?
[A] চেন্নাই
[B] মুম্বাই
[C] হায়দ্রাবাদ
[D] নিউ দিল্লি
Answer – নিউ দিল্লি
১৪) কোন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন কেমেশ্বর কোদা ভান্তি?
[A] PNB
[B] HDFC
[C] AXIS BANK
[D] SBI
Answer – SBI
১৫) United Nation Food and Agriculture organization (FAO) এর হেড পদে পুনরায়
নির্বাচিত হলেন কোন দেশের Qu-Dongyu?
[A] তাইওয়ান
[B] মালয়েশিয়া
[C] চীন
[D] সিঙ্গাপুর
Answer – চীন
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.