জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) হলদিঘাটের যুদ্ধে মোগলদের মধ্যে সেনাপতি কে ছিলেন?
[A] মানসিংহ
[B] যশোবন্ত সিংহ
[C] শায়েস্তা খাঁ
[D] বৈরাম খাঁ
Answer – মানসিংহ
২) বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি?
[A] গোপাল
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অজাতশত্রু
[D] বল্লাল সেন
Answer – গোপাল
৩) শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কি?
[A] তেগ বাহাদুর
[B] নানক
[C] কবীর
[D] গুরু গোবিন্দ সিংহ
Answer – গুরু গোবিন্দ
সিংহ
৪) চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কি?
[A] বাণপোস্ত
[B] ধর্মাশ্রম
[C] সন্ন্যাস
[D] মোক্ষলাভ
Answer – সন্ন্যাস
৫) বিক্রমঙ্কচরিত্রের রচয়িতা কে?
[A] সন্ধ্যাকর নন্দী
[B] বানভট্ট
[C] ভবভূতি
[D] বিলহন
Answer – বিলহন
৬) আলাউদ্দিনের প্রথম সেনাপতির নাম কি ছিল?
[A] জাফর খাঁ
[B] মালিক কাফুর
[C] বৈরাম খাঁ
[D] মানসিংহ
Answer – মালিক কাফুর
৭) শৈলেন্দ্র বংশের স্থাপনশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি?
[A] মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির
পরাজিত
করে
[B] সাঁচি স্কুপ
[C] বরবুদরের মন্দির
[D] কোনারকের সূর্য
মন্দির
Answer – বরবুদরের
মন্দির
৮) বাংলাসাহিত্যের উন্নতিকল্পে নীচের কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয়?
[A] সিরাজউদ্দৌলা
[B] আলাউদ্দিন হুসেন
শাহ
[C] আলীবরদী খাঁ
[D] মীর কাসিম
Answer – আলাউদ্দিন
হুসেন শাহ
৯) কনিকের রাজধানীর নাম কি?
[A] তক্ষশীলা
[B] পুরুষপুর
[C] উজ্জয়িনী
[D] কর্ণসুবর্ণ
Answer – পুরুষপুর
১০) দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সন নৌ বাহিনী হিম কে পরাজিত করে। হিমু কার সেনাপতি ছিলেন?
[A] আদিল শাহ
[B] বৈরাম খাঁ
[C] নাদির শাহ
[D] রানা প্রতাপ
সিংহ
Answer – আদিল শাহ
১১) রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকির্তির নাম কি?
[A] মাদুরাই এর
মীনাক্ষী মন্দির
[B] ইলোরার কৈলাসনাথ মন্দির
[C] কোনারকের সূর্য
মন্দির
[D] মহাবলিপুরমের সপ্তরথ
মন্দির
Answer – ইলোরার
কৈলাসনাথ মন্দির
১২) পাল যুগে বৌদ্ধ ধর্ম শাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পন্ডিত কে ছিলেন?
[A] মহেন্দ্র
[B] শীলভদ্র
[C] অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর
[D] শ্রীধর ভট্ট
Answer – অতীশ শ্রীজ্ঞান
দীপঙ্কর
১৩) রাজ্যভিষেকের পরেই কে ‘আলমগীর’ উপাধি গ্রহণ করেন?
[A] শাহজাহান
[B] মোহাম্মদ বিন
তুঘলক
[C] আলাউদ্দিন খিলজী
[D] ঔরঙ্গজেব
Answer – ঔরঙ্গজেব
১৪) শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন?
[A] পাঁচ
[B] দুই
[C] বারো
[D] আট
Answer – পাঁচ
১৫) প্রথম কুষাণ রাজা কে ছিলেন?
[A] হুবিস্ক
[B] কনিষ্ক
[C] সিমুক
[D] প্রথম কুজুল
কদফিসেস
Answer – প্রথম কুজুল কদফিসেস
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.