WBPSC Food SI Practice Set 17 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৭ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১২ ফেব্রুয়ারি ২০২৪

WBPSC Food SI Practice Set 17 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৭

 

জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI

WBPSC Food SI Practice Set 17



নমস্কার বন্ধুরা ,

                       WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) কোন দেশকে যুদ্ধ জাহাজ “INS Kimpan” হস্তান্তর করল ভারত?

[A] সিঙ্গাপুর

[B] মালয়েশিয়া

[C] ভিয়েতনাম

[D] মালদ্বীপ

Answer – ভিয়েতনাম

) মিশন শক্তি স্কুটার যোজনা লঞ্চ করল কোন রাজ্য সরকার?

[A] ত্রিপুরা

[B] ওড়িশা

[C] মনিপুর

[D] আসাম

Answer – ওড়িশা

[এই দুজনার আয়তায় মহিলাদের এক লক্ষ টাকা লোন দেওয়া হবে স্কুটার কেনার জন্য]

) কার্গিল বিজয় দিবস পালন করা হয় কবে?

[A] ২৭ শে জুলাই

[B] ২৮ শে জুলাই

[C] ২৯ শে জুলাই

[D] ২৬ শে জুলাই

Answer – ২৬ শে জুলাই

[১৯৯৯ সালে কারগিল যুদ্ধে পাকিস্তান কে পরাজিত করে ভারতের জয় কে স্মরণ রাখতেই এই দিনটি পালন হয়]

) লিঙ্গ পরিবর্তন এবং রূপান্তরকামী বিবাহ ব্যান করলো কোন দেশ?

[A] জাপান

[B] জর্জিয়া

[C] নেদারল্যান্ড

[D] রাশিয়া

Answer – রাশিয়া

) Rising Global Superstar of Indian Cinema অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অভিনেতা?

[A] ভিকি কৌশল

[B] রণবীর সিং

[C] কার্তিক আরিয়ান

[D] প্রভাস

Answer – কার্তিক আরিয়ান

) ভারতের প্রথম cannabis medicine project শুরু হবে কোথায়?

[A] জম্মু

[B] বেঙ্গালুরু

[C] ভোপাল

[D] হায়দ্রাবাদ

Answer – জম্মু

) Tampere open টাইটেল জিতলেন ভারতের কোন টেনিস খেলোয়াড়?

[A] সাইনা নেহাল

[B] সানিয়া মির্জা

[C] অঙ্কিতা রায়না

[D] সুমিত নাগাল

Answer – সুমিত নাগাল

) কোথায় ‘Semicon India2023’ এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?

[A] শিলং

[B] ইন্দোর

[C] গান্ধীনগর

[D] নিউ দিল্লি

Answer – গান্ধীনগর

) সম্প্রতি প্রয়াত Bran Taber কোন দেশের প্রাক্তন উইকেট কিপার ছিলেন?

[A] অস্ট্রেলিয়া

[B] নিউজিল্যান্ড

[C] সাউথ আফ্রিকা

[D] ইংল্যান্ড

Answer – অস্ট্রেলিয়া

[মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৩ বছর]

১০) সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি তাদের লোগো পরিবর্তন করলো?

[A] Instagram 

[B] Twitter

[C] Facebook 

[D] tik tok

Answer – Twitter

১১) দলিতদের বিরুদ্ধে অপরাধের হার কোন রাজ্যে সবচেয়ে বেশি?

[A] হরিয়ানা

[B] বিহার

[C] উত্তর প্রদেশ

[D] মধ্য প্রদেশ

Answer – মধ্য প্রদেশ

১২) কোথায় ১০৮ ফুট লম্বা শ্রী রামের স্ট্যাচুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অমিত শাহ?

[A] গুজরাট

[B] অন্ধপ্রদেশ

[C] তামিলনাডু

[D] মহারাষ্ট্র

Answer – অন্ধপ্রদেশ

১৩) lumpy skin disease positive state হিসেবে ঘোষিত হল কে?

[A] মনিপুর

[B] মেঘালয়

[C] ঝাড়খন্ড

[D] নাগাল্যান্ড

Answer – নাগাল্যান্ড

[এই রোগটি মূলত গরুদের হয়]

১৪) কোন কোম্পানির MDএবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন টি. ভি. নরেন্দ্রন?

[A] Bajaj

[B] Tata Steel

[C] Aditya Birla

[D] Godrej

Answer – Tata Steel

১৫) লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হলো কোথায় ?

[A] লে

[B] দ্রাস

[C] হেমিস

[D] কার্গিল

Answer – কার্গিল

 



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...