জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিচের কোন রাজবংশ ভারতে প্রায় ১০০ বছর রাজত্ব করেছেন এবং যাদের আসল বংশগত নাম ছিল ‘মইজ্জি’?
[A] বাহনী
[B] দাসবংশ
[C] তুঘলক
[D] খলজি
Answer – দাসবংশ
২) ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়মমাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হতো। এই পোতাকে কি বলা হত?
[A] ইকতা
[B] চৌথ
[C] জিজিয়া
[D] খারাজ
Answer -ইকতা
৩) ভারতের শেষ মোগল সম্রাট কে?
[A] মোহাম্মদ শাহ
[B] দ্বিতীয় বাহাদুর শাহ
[C] দ্বিতীয় আকবর
শাহ
[D] ঔরঙ্গজেব
Answer – দ্বিতীয়
বাহাদুর শাহ
৪) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
[A] মোহাম্মদ শাহ
[B] হাসান গঙ্গু
[C] ফিরোজ
[D] আহমদ শাহ
Answer -হাসান গঙ্গু
৫) ১৫২৭ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর মেবারের রানাঙ্গকে পরাজিত করেছিলেন?
[A] কানোয়া বা
খানুয়া
[B] তালিকোটা
[C] বক্সার
[D] পানিপথ
Answer – কানোয়া
বা খানুয়া
৬) নিচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র?
[A] পানিপথ
[B] দিল্লি
[C] আগ্রা
[D] ফারিদাবাদ
Answer -পানিপথ
৭) নিচের বংশগুলির মধ্যে কোন বংশ দিল্লির সিংহাসন হারায়?
[A] তুঘলক
[B] খলজি
[C] খুরে
[D] লোদি
Answer -লোদি
৮) নিচের কে বলেছিল যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না?
[A] চাণক্য
[B] মেগাস্থিনিস
[C] হিউয়েন সাঙ
[D] ফা-হিয়েন
Answer – মেগাস্থিনিস
৯) কার উপাধি ছিল ‘সকলোওরপথনাথ’?
[A] হর্ষবর্ধন
[B] পার্সোনাথ
[C] বিন্দুসার
[D] বিম্বি বিচার
Answer -হর্ষবর্ধন
১০) যখন হরপ্পা ও মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালান হয় তখন কে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন?
[A] ডেভিড হেয়ার
[B] টমাস রো
[C] স্যার এভারেস্ট
[D] স্যার জন
মার্শাল
Answer -স্যার জন মার্শাল
১১) আকবরের নবরত্ন সভায় একমাত্র সদস্য যিনি আকবরের প্রবর্তিত ‘ দিন-ই-ইলাহী’ ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম কি?
[A] তানসেন
[B] বীরবল
[C] নিজামুদ্দিন
[D] আবুল ফজল
Answer -বীরবল
১২) কোন শহরের অধিকারকে কেন্দ্রকরে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে বহুদিন ধরে ত্রিপাক্ষিক যুদ্ধ চলেছিল?
[A] কনৌজ
[B] পাটলিপুত্র
[C] কাঞ্জিপুরাম
[D] উজ্জয়িনী
Answer -কনৌজ
১৩) তহকিক -ই-হিন্দ কার রচনা?
[A] আলবিরুনী
[B] ইবনবতুতা
[C] বদায়ুন
[D] আবুল ফজল
Answer – আলবিরুনী
১৪) আরবদের সিন্ধুজয়ের সময় কে সিন্ধু প্রদেশের রাজা ছিলেন?
[A] আহমেদ শাহ
দুরানী
[B] দাহির
[C] মিনান্দার
[D] কায়ুম খাঁ
Answer -দাহির
১৫) ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন- এর সমসাময়িক।
[A] আলাউদ্দিন খলজি
[B] কুতবউদ্দিন আইবক
[C] গিয়াসুদ্দিন বলবন
[D] মোহাম্মদ বিন তুঘলক
Answer -কুতবউদ্দিন
আইবক
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.