General Knowledge (GK) Practice Set 02 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ০২ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২২ মার্চ ২০২৪

General Knowledge (GK) Practice Set 02 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ০২

 

জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI

General Knowledge (GK) Practice Set 02

নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া স্থাপনা কে করেছিলেন?

[A] ডঃ বি আর আম্বেদকর 

[B] মুলজি বৈশয

[C] শ্রীপদ ডাঙ্গে

[D] নম্বুদ্রিপাদ 

Answer – ডঃ বি আর আম্বেদকর 

) নিচের কোন মৌলিক অধিকারটি কে বাতিল করা হয়েছে

[A] সম্পত্তির অধিকার

[B] স্বাধীনতার অধিকার

[C] সাম্যের অধিকার

[D] ধর্মীয় স্বাধীনতার অধিকার

Answer – সম্পত্তির অধিকার

) রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন?

[A] উপরাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] লোকসভার স্পিকার

[D] রাষ্ট্রপতি

Answer – উপরাষ্ট্রপতি

) প্রথম মহিলা বিচারপতির নিয়োগের গৌরব কোন হাইকোর্টের?

[A] গৌহাটি হাইকোর্ট

[B] হিমাচল প্রদেশ হাইকোর্ট

[C] দিল্লি হাইকোর্ট

[D] এলাহাবাদ হাইকোর্ট

Answer – হিমাচল প্রদেশ হাইকোর্ট

) সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত করতে সংবিধানের কোন ধারাটি প্রয়োজনীয়?

[A] ১৯ নং ধারা

[B] ২৯ নং ধারা

[C] ৩২ নং ধারা

[D] ১৪ নং ধারা

Answer – ২৯ নং ধারা

) রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের কোন ধারা অনুসারে?

[A] ৩৫৬ নং ধারা

[B] ৩৫২ নং ধারা

[C] ৩৬৪ নং ধারা

[D] ৩৬০ নং ধারা

Answer – ৩৬০ নং ধারা

) বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করার কথা বলা হয়েছে সংবিধানের কোন অংশে?

[A] প্রস্তাবনা

[B] সপ্তম তপশিল 

[C] নির্দেশমূলক নীতি

[D] মৌলিক অধিকার

Answer – নির্দেশমূলক নীতি

) ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে?

[A] অস্ট্রেলিয়া

[B] ইংল্যান্ড

[C] আয়ারল্যান্ড

[D] আমেরিকা

Answer – আয়ারল্যান্ড

) ভারতে ভোটার তালিকা তৈরির দায়িত্ব কোন সংস্থার?

[A] সংসদ

[B] নির্বাচন কমিশনার

[C] রিটার্নিং অফিসার

[D] স্থানীয় প্রশাসন

Answer – নির্বাচন কমিশনার

১০) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

[A] ধারা ৪০

[B] ধারা ৩২

[C] ধারা ৩৭

[D] ধারা ৫১

Answer – ধারা ৪০

১১) জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে?

[A] জয়ন্তী পটনিক

[B] মমতা শর্মা

[C] রেখা শর্মা

[D] সুষমা স্বরাজ

Answer – রেখা শর্মা

১২) কম্পট্রলার অডিটর জেনারেলের নিযুক্ত করেন কে?

[A] অর্থমন্ত্রী

[B] লোকসভা

[C] রাষ্ট্রপতি

[D] প্রধানমন্ত্রী

Answer – রাষ্ট্রপতি

১৩) সংসদ নন এমন কার অধিকার রয়েছে সংসদকে সম্মোধিত করার

[A] অ্যাটর্নি জেনারেল

[B] প্রধান বিচারপতি

[C] মুখ্য নির্বাচন কমিশনার

[D] সলিসিটর জেনারেল

Answer – অ্যাটর্নি জেনারেল

১৪) নিম্নলিখিত কোন পদটির নিযুক্তি ভারতের রাষ্ট্রপতি করেন?

[A] ব্লক ডেভেলপমেন্ট অফিসার

[B] মুখ্যমন্ত্রী

[C] প্রধানমন্ত্রী 

[D] বিধানসভার স্পিকার

Answer – প্রধানমন্ত্রী 

১৫) নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয়?

[A] স্বাধীনতার অধিকার

[B] সম্পত্তির অধিকার

[C] শোষণের বিরুদ্ধে অধিকার

[D] সাম্যের অধিকার

Answer – সম্পত্তির অধিকার



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...