General Knowledge (GK) Practice Set 03 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ০৩ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৩ মার্চ ২০২৪

General Knowledge (GK) Practice Set 03 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ০৩

 

জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI

General Knowledge (GK) Practice Set 03

নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) কবি হরি সেন কোন রাজার সভাসদ ছিলেন?

[A] বল্লাল সেন

[B] লক্ষণ সেন

[C] সমুদ্রগুপ্ত

[D] চন্দ্রগুপ্ত

Answer – সমুদ্রগুপ্ত

) কার রাজত্বকালে তুলসীদাসরামচরিতমানসলিখেছিলেন?

[A] সমুদ্র গুপ্ত

[B] কৃষ্ণদেব রায়

[C] জাহাঙ্গীর

[D] আকবর

Answer – আকবর

) ‘বিজকএর রচিয়তা কে

[A] কবীর 

[B] তুলসীদাস

[C] গুরু অর্জুন

[D] রামদাস

Answer – কবীর 

) মহাভারত অন্য কি নামেও পরিচিত?

[A] বিজয়-পিটকা

[B] জয়ানামা ইতিহাস

[C] ভারতগৌরব

[D] কথাভাস্ত

Answer – জয়ানামা ইতিহাস

) কোন বাঙালি পন্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম ছিলেন। কে তিনি?

[A] শীলভদ্র

[B] শ্রীজ্ঞান অতীশ

[C] শংকরাচার্য

[D] নাগার্জুন

Answer – শীলভদ্র 

) প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নিচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল?

[A] হিনযান বৌদ্ধধর্ম

[B] জৈন ধর্ম

[C] হিন্দু ধর্ম

[D] মহাযান বৌদ্ধধর্ম

Answer – মহাযান বৌদ্ধধর্ম

) নিচের কোন মহিলা মোঘল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা?

[A] নূরজাহান বেগম

[B] গুলবদন বেগম

[C] উন্নিসা বেগম

[D] জাহানারা বেগম

Answer – উন্নিসা বেগম 

) মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ অবদান কার পতন প্রথম ?

[A] যোগী মুকুন্দরাজ

[B] রামদাস

[C] নামদেব

[D] ধ্যানেশ্বর

Answer – নামদেব

) গুপ্ত যুগের কোন সাহিত্য সাধক কে ভারতীয় শেখসপিয়ার বলা হয়ে থাকে ?

[A] ভারবি

[B] কালিদাস

[C] হরিষেন

[D] বিষাখদও

Answer – কালিদাস 

১০) সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহার হত ?

[A] পালি

[B] সংস্কৃত

[C] তামিল

[D] কানাড়া

Answer – তামিল 

১১) নিচের কাকে আয়ুর্বেদের জনক বলা হয় ?

[A] সুশ্রুত

[B] ধন্বন্তরী 

[C] পতঞ্জলি

[D] চরক

Answer – চরক

১২) বিখ্যাত ঐতিহাসিক আলবিরুনী ভারতে কবে এসেছিলেন ?

[A] 14th শতাব্দি খ্রিস্টাব্দ

[B] 9th শতাব্দি খ্রিস্টাব্দ

[C] 11th শতাব্দি খ্রিস্টাব্দ

[D] 12th শতাব্দি খ্রিস্টাব্দ

Answer – 11th শতাব্দি খ্রিস্টাব্দ

১৩) পাটনা শহরের প্রাচীন নাম নিচের কোনটি ?

[A] পাটালিপুত্র

[B] ত্রিপিটক

[C] কনৌজ

[D] কপিলাবস্ত

Answer – পাটালিপুত্র

১৪কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

[A] পল্লব

[B] শক

[C] কুষাণ

[D] মৌর্য

Answer – শক

১৫আক কোন মুসলিম সম্রাট রানি পত্নীর  পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?

[A] আকবর

[B] হুমায়ুন

[C] আলাউদ্দিন খিলজী

[D] বাবর

Answer – আলাউদ্দিন খিলজী



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...