জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) Financial Planning Standards Board (FPSB) of India- র CEO পদে নিযুক্ত
হচ্ছেন কে?
[A] রঘুবীর মোহান্তি
[B] রাশেদ খান
[C] সুমন সুরোল
[D] কৃষাণ মিশ্র
Answer – কৃষাণ মিশ্র
২) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কারী তামিম ইকবাল কোন দেশের খেলোয়াড় ?
[A] বাংলাদেশ
[B] পাকিস্তান
[C] আফগানিস্তান
[D] শ্রীলংকা
Answer – বাংলাদেশ
৩) FIH Hockey Pro League title জিতল কোন দেশের পুরুষ হকি টিম?
[A] আয়ারল্যান্ড
[B] নিউজিল্যান্ড
[C] নেদারল্যান্ড
[D] কুয়েত
Answer – নেদারল্যান্ড
৪) মিশন চন্দ্র যান তিন লঞ্চ করা হবে ২০২৩ সালের কোন তারিখে?
[A] ১৮ ই
জুলাই
[B] ১৫ ই
জুলাই
[C] ১৪ ই
জুলাই
[D] ২০শে জুলাই
Answer – ১৪ ই জুলাই
[দুপুর ২:35 মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করবে ISRO]
৫) সম্প্রীতি প্রয়াত নাম্বুথিরি কে ছিলেন?
[A] অভিনেতা
[B] গায়ক
[C] সাংবাদিক
[D] চিত্রশিল্পী
Answer – চিত্রশিল্পী
[মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৯৭ বছর।]
৬) বিশ্ব বিখ্যাত শ্রাবণী মেলা উদ্বোধন করা হলো কোথায়?
[A] তারকেশ্বর
[B] কেদারনাথ
[C] কৈলাসপুর
[D] দেওঘোর
Answer – দেওঘোর,ঝাড়খন্ড
৭) 4th Space Economy Leaders Meeting শুরু হলো কোথায়?
[A] হায়দ্রাবাদ
[B] গান্ধীনগর
[C] মুম্বাই
[D] শিলং
Answer – মুম্বাই
৮) প্রথম ভারতীয় হিসেবে Asian Under-20 Male Athlete of the year2023 এওয়ার্ড
জিতলেন কে?
[A] সেলভা প্রভু
[B] নিরাজ চোপড়া
[C] এলধস পল
[D] সুনীল কুমার
Answer – সেলভা প্রভু
[তিনি তামিলনাড়ুর ট্রিপল জ্যাম্প অ্যাটলেট ]
৯) National Green Tribunal (NGT)-এর এক্টিং
চেয়ার পারসন পদে নিযুক্ত হলেন কে?
[A] আর্ধেন্দু পাল
[B] শেও কুমার
সিং
[C] বিভাস প্যাটেল
[D] মনোজ কুমার
Answer – শেও কুমার সিং
১০) “Colour of devotion” শিরোনামে বই লিখলেন কে?
[A] অনিতা ভারত
শাহ
[B] ঝুম্পা লাহিড়ী
[C] অরুন্ধতী রায়
[D] অনুরাধা রায়
Answer – অনিতা ভারত শাহ
১১) ভারতের প্রথম বৈদিক থিম পার্ক উদ্বোধন করা হলো কোথায়?
[A] অযোধ্যা
[B] হিসার
[C] মথুরা
[D] নয়ডা
Answer – নয়দা,উত্তর প্রদেশ
১২) প্রধানমন্ত্রী জান অরোগ্য যোজনার আওতায় জীবন বীমা দ্বিগুণ করলো কোন সরকার?
[A] উত্তর প্রদেশ
[B] গুজরাট
[C] সিকিম
[D] মধ্যপ্রদেশ
Answer – গুজরাট
১৩) RBI-এর নতুন একজিটকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
[A] পি বাসুদেবন
[B] গোবিন্দ আচার্য
[C] আর গিরিধর
[D] প্রশান্ত যশপাল
Answer – পি বাসুদেবন
১৪) প্রথম ব্যাংক হিসেবেMahila Samman Savings Certificate প্রধান
করছে কে?
[A] Bank of India
[B] PNB
[C] Axis bank
[D] Canara bank
Answer – bank of India
[হেডকোয়াটার – মুম্বাই প্রতিষ্ঠা সাল ১৯০৬ সালের ৭ই সেপ্টেম্বর]
১৫) মানসিক সমস্যায় থাকা লোকদের জন্য ভারতের প্রথম চ্যাটবট চালু করেছে কোন সরকার?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] জম্বু কাশ্মীর
[D] তামিলনাড়ু
Answer – জম্বু কাশ্মীর
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.