জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
![]() |
| General Knowledge (GK) Practice Set 04 |
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ১৩২ তম ডুরান্ড কাপ টুর্নামেন্ট কোথায় আয়োজিত হয়েছে?
[A] চেন্নাই
[B] কলকাতা
[C] মুম্বাই
[D] বেঙ্গালুরু
Answer – কলকাতা
২) ভারতীয় মহিলা ক্রিকেট টিমে স্থান পাওয়া আসামের প্রথম খেলোয়াড় হলেন কে?
[A] উমা ছেত্রী
[B] স্নেহা রানা
[C] কিরণ মেটে
[D] অনুসা বরেডি
Answer – উমা ছেত্রী
৩) বিনিয়োগ মন্ত্রক তৈরীর ঘোষণা করল কোন দেশ?
[A] সংযুক্ত আরব আমিরাত
[B] সৌদি আরব
[C] ইজিপ্ট
[D] জর্ডান
Answer – সংযুক্ত আরব আমিরাত
৪) কোন দেশের সাথে JIMEZ23 নামে নৌসিনা অনুশীলন শুরু করলো ভারত?
[A] জর্জিয়া
[B] জাপান
[C] অস্ট্রেলিয়া
[D] নিউজিল্যান্ড
Answer – জাপান
[এটি অনুষ্ঠিত হচ্ছে বিশাখাপত্তনামে]
৫) Basketball Federation of India (BFI) এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?
[A] মিলিন শর্মা
[B] আধব অর্জুন
[C] বিরাজ আইআর
[D] শৈলেশ পান্ডে
Answer – আধব অর্জুন
৬) ভারতে Lioyds Technology Centre এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?
[A] সুমেধ পাল
[B] অনিসা শাসমল
[C] সিদিশা ভরুগান্টি
[D] গোবিন্দ চন্দ্র
Answer – সিদিশা ভরুগান্টি
৭) International Conference on Green Hydrogen শুরু হলো কোথায়?
[A] নিউ দিল্লি
[B] মুম্বাই
[C] ভোপাল
[D] বেঙ্গালুরু
Answer – নিউ দিল্লি
৮) শুধুমাত্র বানরদের জন্য জঙ্গল তৈরীর পরিকল্পনা করেছে কোন রাজ্য সরকার?
[A] ওড়িশা
[B] বিহার
[C] ছত্রিশগড়
[D] উত্তর প্রদেশ
Answer – উত্তর প্রদেশ
৯)Threads নামে মাইক্রো ব্লোগিং অ্যাপ লঞ্চ করছে কোন কোম্পানি?
[A] Google
[B] Twitter
[C] Microsoft
[D] Meta
Answer – Meta
১০) বিশ্ববিদ্যালয়ের প্রোফেসরদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করল কোন সরকার?
[A] দিল্লি
[B] জম্বু কাশ্মীর
[C] চন্ডিগড়
[D] গোয়া
Answer – জম্বু কাশ্মীর
১১) 2013 Annual list of Great Immigrants এ স্থান পেলেন কে?
[A] অজয় বঙ্গ
[B] রবিন দত্ত
[C] সৌম্য স্বামীনাথন
[D] অনাথ কুমার
Answer – অজয় বঙ্গ
১২) সাইবার সিকিউরিটি কোম্পানি Quick heal এর CEO পদে নিযুক্ত হলেন কে?
[A] সুশান্ত কর
[B] গৌতম চক্রবর্তী।
[C] বিশাল সলভি
[D] শচীন বানসাল
Answer – বিশাল সলভি
১৩) জাপানিজ স্পোর্টস ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
[A] শ্রদ্ধা কাপুর
[B] আলিয়া ভাট
[C] কিয়ারা আদভানি
[D] জাহুবী কাপুর
Answer – শ্রদ্ধা কাপুর
১৪)আরো এক বছরের জন্য কোন সংস্থা সেক্রেটারি জেনারেল পদে বহাল থাকছে Jens Stoltenberg?
[A] IMF
[B] WHO
[C] SCO
[D] NATO
Answer – NATO হেডকোয়ার্টার ব্রাসেলস বেলজিয়াম প্রতিষ্ঠা সাল – ১৯৪৯ সালের চৌঠা এপ্রিল
১৫) কোন দেশের নেভির সাথে SALVEX নামেনৌ সেনা অনুশীলন শুরু করলো ভারত?
[A] জাপান
[B] আমেরিকা
[C] অস্ট্রেলিয়া
[D] রাশিয়া
Answer – আমেরিকা
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.