গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইসকান্দার ?
[A] মালেশিয়া
[B] মালদ্বীপ
[C] ভিয়েতনাম
[D] সিঙ্গাপুর
Answer – মালেশিয়া
২) ২০২৪ সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে কোন দেশ ?
[A] জাপান
[B] ফিলিপিন
[C] তাইওয়ান
[D] লাক্সেমবার্গ
Answer – তাইওয়ান
৩) Khelo India Youth Games 2024- এ ওভার অল চ্যাম্পিয়ন
হলো কোন রাজ্য ?
[A] তামিলনাড়ু
[B] মহারাষ্ট্র
[C] পশ্চিমবঙ্গ
[D] গোয়া
Answer – মহারাষ্ট্র
৪) কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তর প্রদেশ সরকার ?
[A] বারাণসী
[B] প্রয়াগরাজ
[C] অযোধ্যা
[D] কোনোটিই নয়
Answer – অযোধ্যা
৫) “KASHMIR: Travels in paradise on Earth” শিরোনামে
বই লিখলেন কে ?
[A] কল্লোল পান্ডে
[B] রমেশ ভট্টাচার্জী
[C] সৌমেশ জৈন
[D] গৌতম সর্দার
Answer – রমেশ ভট্টাচার্জী।
৬) হাজার গ্রাম পঞ্চায়েত কে খেলাধুলা সরঞ্জাম প্রদান করতে ‘Kalaignar Sports Kit’ ইনিশিয়েটিভ
লঞ্চ করল কে ?
[A] কর্ণাটক
[B] কেরালা
[C] তামিলনাড়ু
[D] অন্ধ্রপ্রদেশ
Answer – তামিলনাড়ু
৭) কোন সালটিকে ‘Year Of Naval Civilians’ হিসেবে
ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি ?
[A] ২০২৪
[B] ২০২৫
[C] ২০২৭
[D] ২০২৬
Answer – ২০২৪
৮) ‘Tamilaga Vettri Kazhaam’ নামে রাজনৈতিক
দল তৈরি করলেন কোন তামিল অভিনেতা ?
[A] বিজয়
[B] রজনীকান্ত
[C] রামচরণ
[D] মহেশ বাবু
Answer – বিজয়
৯) কোথায় Bharat Mobility Global Expo 2024 উদ্বোধন
করলেন নরেন্দ্র মোদি ?
[A] মুম্বাই
[B] নিউ দিল্লি
[C] চন্ডিগড়
[D] পানাজি
Answer – নিউ দিল্লি
১০) ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করল কোন দেশ ?
[A] ভুটান
[B] ভারত
[C] মায়ানমার
[D] নেপাল
Answer – ভুটান
১১) মানবিক কাজকর্মের জন্য ‘Champions of Change’ অ্যাওয়ার্ড জিতলেন কে ?
[A] রতন টাটা
[B] সোনু সুদ
[C] অমিতাভ বচ্চন
[D] খান স্যার
Answer – সনু সুদ
১২) কোন রাজ্যের নতুন DGP পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] বিহার
[C] ঝাড়খন্ড
[D] উত্তর প্রদেশ
Answer – উত্তর প্রদেশ
১৩) ভারতের প্রথম Beachside Startup Festival অনুষ্ঠিত
হবে কোথায় ?
[A] বেঙ্গালুরু
[B] ম্যাঙ্গালোর
[C] বিশাখাপত্তনম
[D] চেন্নাই
Answer – ম্যাঙ্গালোর
১৪) দেশের প্রথম Research IIT Satellite Campus তৈরি করা হবে কোথায়
?
[A] উজ্জয়িনী
[B] গোয়ালিয়র
[C] নৈনিতাল
[D] রায়পুর
Answer – উজ্জয়িনী
১৫) কেন্দ্রের ২০২৪ অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে ?
[A] শিক্ষা
[B] প্রতিরক্ষা
[C] নারী ও
শিশু
কল্যাণ
[D] পরিবহন
Answer – প্রতিরক্ষা মন্ত্রক
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.