গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোথায় ভারতের প্রথম Small Animal Hospital উদ্বোধন করবে Tata Trusts ?
[A] চেন্নাই
[B] পুনে
[C] বেঙ্গালুরু
[D] মুম্বাই
Answer – মুম্বাই
২) LIC Mutual Fund- এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] রবি কুমার
ঝা
[B] মণীন্দ্র কুমার
[C] প্রিয়তোষ দত্ত
[D] সুমিত অরোরা
Answer – রবি কুমার ঝা
৩) Lakshminarayan International Award পেলেন কোন বিখ্যাত
মিউজিক কম্পোজার ?
[A] বিশাল দাদলানি
[B] অন্নু মালিক
[C] প্যারেলাল শর্মা
[D] এ. আর.
রহমান
Answer – প্যারেলাল
শর্মা
৪) আন্টার্কটিক অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার জন্য Qinling Station লঞ্চ করলে কোন দেশ ?
[A] ভারত
[B] চীন
[C] ইজরায়েল
[D] রাশিয়া
Answer – চীন
৫) ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান “ভারত রত্ন” পাচ্ছেন কে ?
[A] চৌধুরী চরন
সিং
[B] পি.ভি.নরসিংহ রাও
[C] ড. এম.
এস.
স্বামীনাথন
[D] সকলেই
Answer – সকলেই
৬) দুবাইয়ে 2024 World Governments Summit- এ অতিথি হিসেবে
আমন্ত্রিত হলো কারা ?
[A] তুর্কি
[B] ভারত
[C] কাতার
[D] সকলেই
Answer – সকলেই
৭) Fit India Movement- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?
[A] সনু সুদ
[B] নরেন্দ্র কুমার
যাদব
[C] শিল্পা শেট্টি
[D] কেউই নন
Answer – নরেন্দ্র
কুমার যাদব
৮) Tawangchu Tides International Kayaking Championship- 2024 শুরু হলো কোথায়
?
[A] অরুণাচল প্রদেশ
[B] অন্ধ্রপ্রদেশ
[C] মনিপুর
[D] মিজোরাম
Answer – অরুণাচল
প্রদেশ
৯) কোথাকার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে রাখা হবে নিরঞ্জন শাহ স্টেডিয়াম ?
[A] নাগপুর
[B] জয়পুর
[C] রাজকোট
[D] লক্ষ্ণৌ
Answer – রাজকোট
১০) National Payments Corporation of India (NPCI)- এর নন- এক্সিকিউটিভ
চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?
[A] কিরণ শেখর
[B] সৌগত দেব
[C] অজয় কুমার
চৌধুরী
[D] বিনয় পান্ডে
Answer – অজয় কুমার চৌধুরী
১১) SAFF Women’s U-19 Championship জিতল কে ?
[A] বাংলাদেশ
[B] ভারত
[C] উভয়ই
[D] কেউই নয়
Answer – ভারত ও বাংলাদেশ
যৌথ বিজয়ী
১২) আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হলেন কে ?
[A] Pathum Nishanka
[B] Shevon Daniel
[C] Bhanuka Rajapaksa
[D] Janith Liyanage
Answer – Pathum Nishanka
১৩) 7th Indian Ocean Conference 2024 আয়োজিত
হলো কোথায় ?
[A] বাংলাদেশ
[B] শ্রীলঙ্কা
[C] ইন্দোনেশিয়া
[D] অস্ট্রেলিয়া
Answer – অস্ট্রেলিয়া
১৪) New Delhi World Book Fair 2024- এর জন্য অতিথি হিসেবে
আমন্ত্রিত ছিল কে ?
[A] জাপান
[B] সৌদি আরব
[C] ইতালি
[D] কানাডা
Answer – সৌদি আরব
১৫) স্বাস্থ্য, কৃষি, শিক্ষা সহ বিভিন্ন বিভাগে AI এর ব্যবহার বাস্তবায়ন করতে কোন কোম্পানির সাথে চুক্তি করল মহারাষ্ট্র ?
[A] Google
[B] Meta
[C] Adobe
[D] Microsoft
Answer – Google
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.