General Knowledge (GK) Practice Set 21 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২১ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৬ সেপ্টেম্বর ২০২৪

General Knowledge (GK) Practice Set 21 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২১

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 21


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উদ্বোধন করা হলো কোথায় ?

[A] দেরাদুন

[B] নিউ দিল্লি

[C] রায়পুর

[D] জয়পুর

Answer – দেরাদুন

) কোন রাজ্যের চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো গুপ্তেশ্বর জঙ্গল ?

[A] ওড়িশা

[B] আসাম

[C] পশ্চিমবঙ্গ

[D] ত্রিপুরা

Answer – ওড়িশা

) ‘‘Maha Swaapnikudu’’ শিরোনামে বই লিখলেন কে ?

[A] সহেলী কর্মকার

[B] সমীরন জানা

[C] পি. বিক্রম

[D] কেউই নন

Answer – পি. বিক্রম

) জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশ ?

[A] রাশিয়া

[B] ভারত

[C] দক্ষিণ কোরিয়া

[D] জার্মানি

Answer – জার্মানি

) Dream of  The Desert নামে মধ্যপ্রাচ্যের প্রথম লাক্সারি ট্রেন লঞ্চ করেছে কোন দেশ

[A] সৌদি আরব

[B] ইজি

[C] ইরান

[D] তুর্কি

Answer – সৌদি আরব

) দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা TTE হিসাবে নিযুক্ত হলেন কে ?

[A] প্রীতি বাগেল

[B] সিন্ধু গনপতি

[C] গৌরী দেশাই

[D] কেউই নন

Answer – সিন্ধু গনপতি

) ভারতের প্রথম Helicopter Emergency Medical Service (HEMS) লঞ্চ করা হচ্ছে কোথায় ?

[A] মহারাষ্ট্র

[B] হিমাচল প্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] কর্ণাটক

Answer – উত্তরাখন্ড

) কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলে Prabowo Subianto ?

[A] ইন্দোনেশিয়া

[B] থাইল্যান্ড

[C] ফিলিপিন্স

[D] ভিয়েতনাম

Answer – ইন্দোনেশিয়া

) বনভূমি বৃদ্ধি করতে ‘Van Mitra’ স্কিম লঞ্চ করল কোন দেশ ?

[A] পাঞ্জাব

[B] হরিয়ানা

[C] বিহার

[D] মধ্যপ্রদেশ

Answer – হরিয়ানা

১০) Boeing defence India- ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] বিমল কুমার

[B] গোবর্ধন সিং

[C] তাপস সিকদার

[D] নিখিল যোশী

Answer – নিখিল যোশী

১১) Best Technology Bank of India year award জিতল কোন ব্যাঙ্ক ?

[A] SBI

[B] South Indian Bank

[C] Axis Bank

[D] HDFC Bank

Answer – South Indian Bank

১২) সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক ভান্ডার খুঁজে পাওয়া গেল কোন রাজ্যের করৌলিতে ?

[A] উত্তর প্রদেশ

[B] ঝাড়খন্ড

[C] ছত্রিশগড়

[D] রাজস্থান

Answer – রাজস্থান

১৩) 2024 Chess Olympiad হোস্ট করবে কোন দেশ ?

[A] হাঙ্গেরি

[B] ভারত

[C] কানাডা

[D] স্পেন

Answer – হাঙ্গেরি

১৪) SBI Capital Markets- এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?

[A] প্রেমাংশু জৈন

[B] সিমরান শর্মা

[C] বীরেন্দ্র বানসাল

[D] সুভাষ বৈদ্য

Answer – বীরেন্দ্র বানশাল

১৫) 16th World Social Forum (WSF) 2024 meeting শুরু হলো কোথায় ?

[A] থিম্পু

[B] কাঠমান্ডু

[C] নিউ দিল্লি

[D] ঢাকা

Answer – কাঠমান্ডু, নেপাল



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...