General Knowledge (GK) Practice Set 22 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২২ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৮ সেপ্টেম্বর ২০২৪

General Knowledge (GK) Practice Set 22 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২২

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 22


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের পুরস্কার মূল্য ১০ লাখ থেকে বাড়িয়ে কত করা হলো ?

[A] ১৩

[B] ১২

[C] ২০

[D] ১৫

Answer – ১৫ লক্ষ টাকা

) সম্প্রতি সম লিঙ্গ বিবাহকে বৈধতা দিল কোন দেশ ?

[A] সুইডেন

[B] গ্রীস

[C] নিউজিল্যান্ড

[D] ডেনমার্ক

Answer – গ্রীস

) 12th MILAN Naval Exercise  হোস্ট করবে কোন শহর ?

[A] চেন্নাই

[B] কোচি

[C] হায়দ্রাবাদ

[D] বিশাখাপত্তনম

Answer – বিশাখাপত্তনম

) কোন দেশের সাথে ডিজিটাল সহযোগিতার উপর  MoU স্বাক্ষর করলো ভারত ?

[A] কলম্বিয়া

[B] আর্জেন্টিনা

[C] জার্মানি

[D] মেক্সিকো

Answer – কলম্বিয়া

) সম্প্রতি প্রয়াত কবিতা চৌধুরী কে ছিলেন ?

[A] লেখিকা

[B] অভিনেত্রী

[C] ফ্যাশন ডিজাইনার

[D] ক্রিকেটার

Answer – অভিনেত্রী

) ম্যাচ ফিক্সিং এর কারণে ১৭. বছরের জন্য ব্যান হলেন কোন দেশের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ?

[A] সাউথ আফ্রিকা

[B] অস্ট্রেলিয়া

[C] নেদারল্যান্ডস

[D] যুক্তরাজ্য

Answer – যুক্তরাজ্য (UK)

) India’s Most Welcoming Region In 2024 হিসেবে তকমা পেল কোন রাজ্য ?

[A] হিমাচল প্রদেশ

[B] উত্তরাখণ্ড

[C] গুজরাট

[D] উত্তর প্রদেশ

Answer – হিমাচল প্রদেশ

) উত্তর-পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে ১০০% বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন দিল কে ?

[A] মেঘালয়

[B] আসাম

[C] অরুণাচল প্রদেশ

[D] মনিপুর

Answer – অরুণাচল প্রদেশ

) দ্রুততম ৫০০ টি টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হলেন কে ?

[A] বুমরা

[B] রবিচন্দ্রন অশ্বিন

[C] মোহাম্মদ শামি

[D] রোহিত শর্মা

Answer – রবিচন্দ্রন অশ্বিন

১০) পরিযায়ী শ্রমিকদের ওপর ভারতের সাথে সাথে MoU স্বাক্ষর করলো কোন দেশ ?

[A] ব্রিটেন

[B] তাইওয়ান

[C] থাইল্যান্ড

[D] আমেরিকা

Answer – তাইওয়ান

১১) 11th International Puppet Festival উদ্বোধন করা হলো কোথায় ?

[A] নিউ দিল্লী

[B] চন্ডিগড়

[C] গোয়ালিয়র

[D] পানাজি

Answer – চন্ডিগড়

১২) কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা ?

[A] জাপান

[B] ভারত

[C] রাশিয়া

[D] চীন

Answer – জাপান

১৩) ৫৮ তম জ্ঞানপীঠ পুরস্কার ২০২৪ পাচ্ছেন কে ?

[A] জগদগুরুর রামভদ্রাচার্য্য

[B] গুলজার

[C] উভয়ই

[D] কেউই নন

Answer – উভয়ই

১৪) কোথায় Bagchi Sri Shankara Cancer Center উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ?

[A] কটক

[B] পুরী

[C] ভুবনেশ্বর

[D] ময়ূরভঞ্জ

Answer – ভুবনেশ্বর

১৫) কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন নন্দ কিশোর যাদব ?

[A] উত্তরাখণ্ড

[B] বিহার

[C] গোয়া

[D] কর্ণাটক

Answer – বিহার



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...