General Knowledge (GK) Practice Set 23 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২৩ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০১ অক্টোবর ২০২৪

General Knowledge (GK) Practice Set 23 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২৩

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 23


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) সম্প্রতি প্রয়াত ইমতিয়াজ কুরেশি কে ছিলেন ?

[A] লেখক

[B] অভিনেতা

[C] সমাজকর্মী

[D] শেফ

Answer – শেফ

) ভারতের প্রথম French Film Festival শুরু হলো কোথায় ?

[A] নিউ দিল্লি

[B] মুম্বাই

[C] কলকাতা

[D] বেঙ্গালুরু

Answer – কলকাতা

) কোথায় বীর লাচিত বরফুকন- এর ১২৫ ফুট স্ট্যাচু উন্মোচন করলেন নরেন্দ্র মোদি ?

[A] নাগাল্যান্ড

[B] আসাম

[C] সিকিম

[D] মিজোরাম

Answer – আসাম

) মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করল কোন রাজ্য ?

[A] ঝাড়খন্ড

[B] বিহার

[C] রাজস্থান

[D] উত্তর প্রদেশ

Answer – রাজস্থান

) লেটেস্ট FIFA Rankings- ভারতীয় ফুটবল টিমের স্থান কত ?

[A] ১১৭

[B] ১০২

[C] ১১১

[D] ১০৭

Answer – ১১৭

) প্রথম Digital India Future Skills Summit অনুষ্ঠিত হলো কোথায় ?

[A] নিউ দিল্লি

[B] গুয়াহাটি

[C] চন্ডিগড়

[D] লক্ষ্ণৌ

Answer – গুয়াহাটি

) বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে ?

[A] ২১শে ফেব্রুয়ারি

[B] ২০শে ফেব্রুয়ারি

[C] ২৩শে ফেব্রুয়ারি

[D] ২২শে ফেব্রুয়ারি

Answer – ২০শে ফেব্রুয়ারি

) বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?

[A] তামিলনাড়ু

[B] কেরালা

[C] মহারাষ্ট

[D] কর্ণাটক

Answer – কর্ণাটক

) Captain Of IPL’s Greatest All- Time Team  শিরোপা জিতলেন কে ?

[A] মহেন্দ্র সিং ধোনি

[B] বিরাট কোহলি

[C] কে.  এল. রাহুল

[D] রোহিত শর্মা

Answer – মহেন্দ্র সিং ধোনি

১০) Henley Passport Index 2024- ভারতের স্থান কত ?

[A] ৮০

[B] ৮৯

[C] ৮৫

[D] ৮১

Answer – ৮৫

১১) “Dabbling In Diplomacy” শিরোনামে বই লিখলেন কে ?

[A] এস.  ডি. মুনি

[B] আর. গোস্বামী

[C] কিংকর বেরা

[D] বেধুন বেরা

Answer – এসডি. মুনি

১২) Badminton Asia Team Championships 2024 জিতল কোন দেশের মহিলা টিম ?

[A] থাইল্যান্ড

[B] ভারত

[C] ডেনমার্ক

[D] ইন্দোনেশিয়া

Answer – ভারত

১৩) UN Commission for Social Development- এর ৬২ তম অধিবেশনে সভাপতিত্ব করবে কোন দেশ ?

[A] ভারত

[B] আমেরিকা

[C] রাশিয়া

[D] ব্রিটেন

Answer – ভারত

১৪) বিশ্ব ব্যাংকের সহযোগিতায় INSPIRES নামে প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায় ?

[A] হিমাচল প্রদেশ

[B] মেঘালয়

[C] মনিপুর

[D] সিকিম

Answer – সিকিম

১৫) One Nation, One Election পলিসির বিরুদ্ধে প্রস্তাব পেশ করল কোন রাজ্য ?

[A] তেলেঙ্গানা

[B] তামিলনাড়ু

[C] উত্তরাখণ্ড

[D] অন্ধ্রপ্রদেশ

Answer – তামিলনাড়ু



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...