গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ২ দিন ব্যাপী INDUS-X Summit অনুষ্ঠিত হবে কোথায় ?
[A] বিজয়বরা
[B] কোয়েম্বাটুর
[C] কলকাতা
[D] নিউ দিল্লি
Answer – নিউ দিল্লি
২) International Solar Alliance (ISA) যোগদান
করতে চলা ১১৯ তম হচ্ছে কে ?
[A] মাল্টা
[B] স্নোভেনিয়া
[C] কেনিয়া
[D] ঘানা
Answer – মাল্টা
৩) উত্তর ভারতের প্রথম ‘Pizza ATM’ লঞ্চ করা হলো কোথায় ?
[A] দিল্লি
[B] উত্তর প্রদেশ
[C] পাঞ্জাব
[D] চন্ডিগড়
Answer – চন্ডিগড়
৪) Underwater Photographer of the Year 2014 জিতলেন
কোন দেশের Alex dawson?
[A] ডেনমার্ক
[B] সুইডেন
[C] স্পেন
[D] ফ্রান্স
Answer – সুইডেন
৫) কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান Knight of the Legion of Honour- এর সম্মানিত
হলেন শশী থারুর ?
[A] রাশিয়া
[B] ফ্রান্স
[C] আমেরিকা
[D] ইংল্যান্ড
Answer – ফ্রান্স
৬) ‘Hanooman’ নামে ChatGPT- এর মতো AI সার্ভিস লঞ্চ করতে চলেছে কোন কোম্পানি ?
[A] Infosys
[B] Adobe
[C] Reliance
[D] Microsoft
Answer – Reliance
৭) সম্প্রতি অবসর ঘোষণাকারী Faiz Fazal কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] হকি
[B] ক্রিকেট
[C] ব্যাডমিন্টন
[D] ফুটবল
Answer – ক্রিকেট
৮) শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ কত শতাংশ বৃদ্ধি করল মহারাষ্ট্র ?
[A] ৬%
[B] ১৫%
[C] ৫%
[D] ১০%
Answer – ১০%
৯) কোথায় প্রথম Skill India Center লঞ্চ করা হলো ?
[A] পুরী
[B] ভুবনেশ্বর
[C] সম্বলপুর
[D] ভৈরবগঞ্জ
Answer – সম্বলপুর,
ওড়িশা
১০) সেরা অভিনেতা ক্যাটাগরিতে Dadasaheb Phalke International Film Festival Award 2024 জিতলেন
কে ?
[A] শাহরুখ খান
[B] সালমান খান
[C] রণবীর কাপুর
[D] রনবীর সিং
Answer – শাহরুখ
খান
১১) World Police Summit 2024 অনুষ্ঠিত
হবে কোথায় ?
[A] নিউ দিল্লি
[B] রিয়াধ
[C] বেজিং
[D] দুবাই
Answer – দুবাই
১২) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কত কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করল কেন্দ্র ?
[A] ৫০০
[B] ১০০
[C] ৩০০
[D] ২০০
Answer – ১০০ কোটি টাকা
১৩) ‘Bag-Less School’ ইনিশিয়েটিভ লঞ্চ করলে কোন রাজ্য ?
[A] তামিলনাড়ু
[B] পশ্চিমবঙ্গ
[C] মধ্যপ্রদেশ
[D] বিহার
Answer – মধ্যপ্রদেশ
১৪) প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে কে ?
[A] গুজরাট
[B] উত্তরাখণ্ড
[C] নাগাল্যান্ড
[D] উত্তর প্রদেশ
Answer – উত্তর প্রদেশ
১৫) ‘Sammakka Saralata Jatara’ নামে আদিবাসী
উৎসব শুরু হলো কোথায় ?
[A] তেলেঙ্গানা
[B] ছত্রিশগড়
[C] মনিপুর
[D] ঝাড়খন্ড
Answer – তেলেঙ্গানা
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.