General Knowledge (GK) Practice Set 25 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২৫ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০৩ অক্টোবর ২০২৪

General Knowledge (GK) Practice Set 25 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২৫

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 25


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) পুনরায় Most Popular Global Leader তকমা পেলেন কে ?

[A] জো বাইডেন

[B] নরেন্দ্র মোদি

[C] ভ্লামিদির পুতিন

[D] শি জিনপিং

Answer – নরেন্দ্র মোদি

) সম্প্রতি প্রয়াত Andreas Brehme কোন দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন ?

[A] ব্রাজিল

[B] আর্জেন্টিনা

[C] ফ্রান্স

[D] জার্মানি

Answer – জার্মানি

) “Neeraj Chopra: The Man Who Made History” শিরোনামে বই লিখলেন কে ?

[A] বিহান দেশমুখ

[B] অতীশ গায়েন

[C] নরিস প্রীতম

[D] সমীক্ষা রায়

Answer – নরিস প্রীতম

) ভারতের Vigilance Commissioner পদে নিযুক্ত হলেন কে ?

[A] মিলন কুমার

[B] এ. এস.  রাজীব

[C] অহন শর্মা

[D] কেউই নন

Answer – . এস. রাজীব

) কোন সাল পর্যন্ত Women’s Safety Scheme চালিয়ে যাবে কেন্দ্র ?

[A] ২০২৭

[B] ২০২৫-২৬

[C] ২০২৫

[D] ২০৩০

Answer – ২০২৬-২৬

) কোথায় ২১১ টি PM SHRI School উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ?

[A] মধ্যপ্রদেশ

[B] সিকিম

[C] গুজরাট

[D] ছত্রিশগড়

Answer – ছত্রিশগড়

) Mobile World Congress 2024 শুরু হলো কোথায় ?

[A] মাদ্রিদ

[B] বেজিং

[C] সিঙ্গাপুর সিটি

[D] বার্সেলোনা

Answer – বার্সেলোনা, স্পেন

) কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জ্যাসিন্থা কল্যাণ ?

[A] বাংলাদেশ

[B] ভারত

[C] শ্রীলঙ্কা

[D] পাকিস্তান

Answer – ভারত

) ভারতের বৃহত্তম Drone Pilot Training Organisation লঞ্চ করল কে ?

[A] IIT Delhi

[B] IIT Madras

[C] IIT Guwahati

[D] IIT Kanpur

Answer – IIT Guwahati

১০) সম্প্রতি হৃদাক্রান্ত হয়ে প্রয়াত কে. হয়শালা কে ছিলেন ?

[A] অভিনেতা

[B] ক্রিকেটার

[C] ফুটবলার

[D] লেখক

Answer – ক্রিকেটার

১১) Freestyle Chess G. O. A. T. Challenge জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ?

[A] নরওয়ে

[B] জাপান

[C] ভিয়েতনাম

[D] চীন

Answer – নরওয়ে

১২) ভারতের প্রথম Gati Shakti Research Chair প্রতিষ্ঠা করা হলো কোথায় ?

[A] IIM Bangalore

[B] IIM Shilong

[C] IIT Delhi

[D] কোনোটিই নয়

Answer – IIM Shilong

১৩) কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষা ওস্ব সাক্ষরতা বিভাগের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] মৃণাল ভট্ট

[B] নিহার গিরি

[C] সুনীল শর্মা

[D] সুমন রহমান

Answer – সুনীল শর্মা

১৪) সম্প্রতি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করল কোন দেশ ?

[A] দক্ষিণ কোরিয়া

[B] ইরান

[C] ইজরায়েল

[D] তুর্কি

Answer – তুর্কি

১৫) 4th Khelo India Winter Games হোস্ট করল কোন শহর ?

[A] গুলমার্গ

[B] শ্রীনগর

[C] কার্গিল

[D] শোনমার্গ

Answer – গুলমার্গ



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...