General Knowledge (GK) Practice Set 28 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২৮ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০৭ অক্টোবর ২০২৪

General Knowledge (GK) Practice Set 28 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ২৮

 

গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI

General Knowledge (GK) Practice Set 28


নমস্কার বন্ধুরা ,

                       General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) কোন রাজ্যে সেভরয় পাহাড় অবস্থিত?

[A] কণটিক

[B] তামিলনাড়ু

[C] কেরালা

[D] অন্ধ্র প্রদেশ

Answer – তামিলনাড়ু

) হ্যারিপটার -এর রচয়িতা কে?

[A] জেরোম কে জেরোম

[B] লিও টলস্টয়

[C] জে কে রাওলিং

[D] ওয়ালটার স্কট

Answer – জে কে রাওলিং

) কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনাগণ বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি?

[A] আইন অমান্য আন্দোলন

[B] অসহযোগ আন্দোলন

[C] ভারত ছাড় আন্দোলন

[D] খিলাফৎ আন্দোলন

Answer – আইন অমান্য আন্দোলন

) নিম্নলিখিত কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থিত?

[A] যোধপুর

[B] কোলকাতা

[C] দিল্লী

[D] নাগপুর

Answer – কোলকাতা

গ্রীনপার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

[A] দেরাদুন

[B] চন্ডিগড়

[C] কানপুর

[D] বেঙ্গালুরু

Answer – কানপুর

) ভারত সভা 1876 কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল?

[A] লন্ডন

[B] বোম্বাই

[C] মাদ্রাজ

[D] কোলকাতা

Answer – বোম্বাই

) স্যার থমাস রো যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন তিনি কার দূত ছিলেন?

[A] প্রথম জেমস্

[B] প্রথম জর্জ

[C] দ্বিতীয় চার্লস

[D] দ্বিতীয় জেমস্

Answer – প্রথম জেমস্

) রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু করা হয়েছিল?

[A] মাদ্রাজ ও বোম্বেবাংলা

[B] উত্তরপশ্চিম সীমান্ত ও পাঞ্জাব

[C] ও বিহার

[D] উত্তর প্রদেশ ও পাঞ্জাব

Answer – মাদ্রাজ বোম্বে

) নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন হিমালয় গোষ্ঠীতে অবস্থিত?

[A] পাঞ্জাব হিমালয়

[B] কুমায়ুন হিমালয়

[C] নেপাল হিমালয়

[D] আসাম হিমালয়

Answer – কুমায়ুন হিমালয়

১০) অলকানন্দা এবং ভাগীরথীর সংযোগস্থল কোনটি?

[A] রুদ্রপ্রয়াগ

[B] বিষ্ণুপ্রয়াগ

[C] কর্ণপ্রয়াগ

[D] দেবপ্রয়াগ

Answer – দেবপ্রয়াগ

১১) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

[A] রাসবিহারী ঘোষ

[B] তিলক

[C] অ্যানি বেসান্ত

[D] আত্মারাম পান্ডুরঙ্গ

Answer – আত্মারাম পান্ডুরঙ্গ

১২) গান্ধীজী কত সালে দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন?

[A] 1894

[B] 1906

[C] 1909

[D] 1895

Answer – 1894

১৩) নীচের কোন পর্বত শ্রেনীটি কেবলমাত্র একটি রাজ্যের উপর বিস্তৃত?

[A] সহ্যাদ্রি

[B] অজন্তা

[C] সাতপুরা

[D] আরাবল্লী

Answer – অজন্তা

১৪) ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে?

[A] 20 নভেম্বর

[B] 16 অক্টোবর

[C] 11 আগস্ট

[D] 14 সেপ্টেম্বর

Answer – 16 অক্টোবর

১৫) অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়?

[A] 1991

[B] 1990

[C] 1989

[D] 1992

Answer – 1991



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...