Bana Sahayak Interview Question in Bengali | বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন বাংলায় | Part - 01 | Environment Question in Bengali - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২২ অক্টোবর ২০২০

Bana Sahayak Interview Question in Bengali | বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন বাংলায় | Part - 01 | Environment Question in Bengali

Bana Sahayak Interview Question in Bengali | বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন বাংলায় | Part - 01 | Environment Question in Bengali


ন্যাশনাল পার্ক ও অভয়ারণ্য


👉 Dream Not Real


      নমস্কার বন্ধুরা,
                           আজ আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, বন সহায়ক পরীক্ষার জন্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যা তোমাদের বন সহায়ক ও বিভিন্ন যেকোনো পরীক্ষার জন্যে গুরুত্বপূর্ন, কারণ এই প্রশ্ন গুলো শুধু বন সহায়ক এর জন্যে গুরুত্বপূর্ণ তাই নয়, এই প্রশ্ন গুলো যেকোনো চাকরি পরীক্ষায় এসে থাকে। কারণ এখানে থাকবে পরিবেশ সংক্রান্ত প্রশ্ন যা যেকোনো পরীক্ষায় এসে থাকে।আমি আশা করবো তোমরা সব প্রশ্নগুলো দেখবে এবং তোমাদের পরীক্ষায় তার ফল তোমরা পাবে।


≕⦂ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ৫ ই জুন 

বিশ্ব বন দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২১ শে মার্চ 

বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২ শে মার্চ 

বিশ্ব পাখি দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১০ ই অক্টোবর 

বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয় ?
উত্তরঃ ১-৭ ই অক্টোবর

ভারতের জাতীয় প্রাণীর নাম কি ?
উত্তরঃ রয়্যাল বেঙ্গল টাইগার (বাঘ )

পশ্চিমবঙ্গ এর জাতীয় প্রাণীর নাম কি ?
উত্তরঃ মেছো বিড়াল 

ভারতের জাতীয় পাখির নাম কি ?
উত্তরঃ ভারতীয় ময়ূর 

পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙ্গা 

ভারতের জাতীয় গাছের নাম কি ?
উত্তরঃ বট বৃক্ষ 

পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?
উত্তরঃ ছাতিম বৃক্ষ 

ভারতের জাতীয় ফুলের নাম কি ?
উত্তরঃ পদ্ম ফুল 

পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি ?
উত্তরঃ শিউলি ফুল 

ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধানকার্য্যালয়  কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুন 

ভারতের বন সংরক্ষন আইন কবে চালু করা হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে 

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু করা হয় ?
উত্তরঃ ১৯৭২ সালে 

ভারতে কতগুলো ন্যাশনাল পার্ক আছে ?
উত্তরঃ ১০১ টি 

পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক আছে ?
উত্তরঃ ৬ টি 

পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের নাম গুলো কি কি ?
উত্তরঃ সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক - দার্জিলিং - রেড পান্ডা 
          ন্যেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক - কালিংপং - রেড পান্ডা 
          বক্সা ন্যাশনাল পার্ক - জলপাইগুড়ি - বাঘ 
          জলদাপাড়া ন্যাশনাল পার্ক - আলিপুরদুয়ার - এক সিং এশিয়ান গন্ডার 
          গরুমারা ন্যাশনাল পার্ক - জলপাইগুড়ি - গন্ডার 
          সুন্দরবন ন্যাশনাল পার্ক - দক্ষিণ ২৪ পরগনা - রয়্যাল বেঙ্গল টাইগার 

ওডিশার ভিতরকানিকা অভয়ারণ্য কিসের জন্যে বিখ্যাত ?
উত্তরঃ অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপের জন্যে বিখ্যাত 

ভারতের কোথায় সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিমঘাট অঞ্চলে 

ভারতের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থানের ভরতপুর 

ন্যাশনাল বায়োডাইভারর্সিটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই 

ভারতের লুপ্তপ্রায় সরীসৃপ এর নাম বলো ?
উত্তরঃ কুমির ও ঘড়িয়াল 

সমুদ্রতল থেকে সর্বোচ্চ উচ্চতায় কোন ন্যাশনাল পার্ক অবস্থিত ?
উত্তরঃ হেমিস ন্যাশনাল পার্ক 



  ধন্যবাদ
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...