Bengali GK Capsule Part- 02 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | Life Science GK - Dream Not Real

Trending

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোমবার, অক্টোবর ১৯, ২০২০

Bengali GK Capsule Part- 02 | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | Life Science GK

 

Bengali GK Capsule Part- 02 |  জিকে ক্যাপসুল | Some Important General Knowledge । Life Science GK






👉 Dream Not Real

      নমস্কার বন্ধুরা ,
                            আজ আমরা জিকে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পার্ট ০২ নিয়ে এসেছি। আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ, আজকের বিগত কয়েকবছরে বেশ কয়েকটি পরীক্ষায় এসেছে। তাই আমরা অনেক পরীক্ষার প্রশ্নপত্র ঘেটে আজকের সংস্করণটি আপনাদের কাছে নিয়ে এসেছি। তাই সব প্রশ্ন গুলো বারবার দেখে ঠোটস্ত করে নিন। 


১) সবচেয়ে দ্রুতগামী পাখি কোনটি ?
উত্তরঃ সুইফট বার্ড 

২) বানরের কতগুলো হাত আছে ?
উত্তরঃ কোনো হাত নেই 

৩) রক্ত কোষের উপাদান নয় কোনটি ?
উত্তরঃ হিমোগ্লোবিন 

৪) টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ?
উত্তরঃ শর্করা জাতীয় খাদ্য 

৫) বিলিরুবিন কোথায় থাকে ?
উত্তরঃ প্লীহাতে 

৬) পেশী গুলো হাড়ের সাথে কিসের সাহায্য লেগে থাকে ?
উত্তরঃ লিগাম্যান্ট এর সাহায্যে 

৭) AIDS রোগের জন্যে দায়ী কোন ভাইরাস ?
উত্তরঃ HIV

৮) AIDS Full Form কি ?
উত্তরঃ AIDS = Acquired Immune Deficiency Syndrome

৯) HIV Full Form কি ?
উত্তরঃ HIV = Human Immunodeficiency Virus 

১০) পিত্ত পাথর গলাতে কি ব্যবহার করা হয় ?
উত্তরঃ রেডিও আইসোটোপ 

১১) মাশরুম নামে পরিচিত কি ?
উত্তরঃ এগারিকাস 

১২) পেনিসিলিন আবিষ্কার করে কে ?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং 

১৩) " Father of Bacteriology" বলা হয় কাকে ?
উত্তরঃ লুই পাস্তুর 

১৪) জীবন্ত জীবাশ্ম কোনটি ?
উত্তরঃ Cycas  

১৫) Biology শব্দের প্রবর্তক কে ?
উত্তরঃ ল্যামার্ক 

১৬) ভারাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তরঃ জ্বর 

১৭) নাইট্রোজেনের বেস কত ধরনের ?
উত্তরঃ দুই ধরনের 

১৮) রক্তের PH - এর মান কত ?
উত্তরঃ ৭.২ - ৭.৪

১৯)  রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ধাতু ?
উত্তরঃ ক্যালসিয়াম 

২০) কোন জলজ প্রাণীটি বাতাস থেকে নিশ্বাস গ্রহণ করে ?
উত্তরঃ শুশুক 


  ধন্যবাদ
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 07 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ০৭

  জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI General Knowledge (GK) Practice Set 07 নমস্কার বন্ধুরা ,                        ...