500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৯ জানুয়ারি ২০২১

500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real

500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams 


500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

👉 Dream Not Real
          নমস্কার বন্ধুরা ,

                                 আজ আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, 500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা তোমাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে যেমন -

WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.

আমরা আশা করবো এই প্রশ্ন গুলো, তোমাদের আগামী সব পরিক্ষায় সাহায্য করবে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 

►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄

১) পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো 

 উত্তর :- বায়োস্ফিয়ার রিজার্ভ  

২) ক্রায়োসংরক্ষণ এর সময়ে উদ্ভিদের নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় ?

উত্তর :-  -196 ডিগ্রি C 

৩) পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে 

উত্তর :-  বক্সা      

৪) সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ?

উত্তর :- রেড পান্ডা     

৫) এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো 

উত্তর :- ক্রায়ো সংরক্ষণ 

৬) চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ মুড়ে যায়। এটি কি ধরণের ক্রিয়া 

উত্তর :- প্রতিবর্ত ক্রিয়া        

৭) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে ও সূযাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হলো 

উত্তর :-  ফটন্যাস্টি    

৮) অন্ধকারে দেখতে সাহায্য করে 

উত্তর :- রড কোষ       

৯) মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ হলো 

 উত্তর :- লঘুমস্তিক      

১০) মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোকসুবেদী তা হলো 

উত্তর :- রেটিনা 

১১) কোন দূষণের ফলে হাঁপানি হয় ?

উত্তর :- বায়ুদূষণ     

১২) নিচের কোনটি ক্যানসার রোগের চিকিৎসা পদ্ধতি ?

উত্তর :- কেমোথেরাপি    

১৩) কুইনাইন কোন রোগের ঔষধ ?

উত্তর :- ম্যালেরিয়া 

১৪) একতলা দোতলা কি ?

উত্তর :- নাটক    

১৫) কোন বৈজ্ঞানিক সমযোজী বন্ধনের ধারণা দেন ?

উত্তর :- লুইস      

১৬) ফায়ার আইস হলো 

উত্তর :- মিথেন হাইড্রেট 

১৭) ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল ?

উত্তর :- 1942

১৮) নিচের ধাতু গুলির মধ্যে কোনটির ওজন সবচেয়ে কম 

উত্তর :- লিথিয়াম 

১৯) বহুব্রীহি সমাসের উদাহরণ নয় কোনটি ?

উত্তর :- সোনার তরী 

২০) IMF এর প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় ?

ANS :- European Union 

২১) নিচের কোন রাজ্যকে "ভারতের শস্যাগার" বলা হয় ?

উত্তর :- পাঞ্জাব 

২২) একটি গ্যাসের আণবিক ভর 64; গ্যাসের বাষ্প ঘনত্ব কত ?

উত্তর :- 32    

২৩) নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত ?

উত্তর :- 14  

২৪) সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে ?

উত্তর :- নিউটন 

২৫) নিচের কোনটি রবীন্দ্রনাথের আত্মজীবনী নয় ?

উত্তর :- আত্মচরিত     

২৬) World Financial Stability প্রতিবেদন প্রকাশ করে ?

উত্তর :- IMF 

২৭) মোহামেডান লিটারারি সোসাইটি গঠিত হয় কত সালে ?

উত্তর :- 1863

২৮) জলের অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি ?

উত্তর :- বেঞ্জিন 

২৯) কোষের মস্তিক বলা হয় ?

উত্তর :- নিউক্লিয়াস 

৩০) উরুগুয়ে রাউন্ড চলে কত বছর ?

উত্তর :- 8

৩১) কলকাতায় পাতাল রেল প্রথম চালু হয় ?

উত্তর :- 1984    

৩২) প্ৰত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্ৰত্যক্ষ  বস্তুটিকে বলা হয় - 

উত্তর :- উপমেয় 

৩৩)দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুমার ঝুলির ভূমিকা লেখেন কে ?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর      

৩৪) আর্থিং তারের বর্ণ হলো 

উত্তর :- সবুজ বা হলুদ          

৩৫) খাবার সোডার রাসায়নিক নাম কি ?

উত্তর :- সোডিয়াম বাই কার্বনেট 

৩৬) National Nephropathy Day কবে পালিত হয় ?

উত্তর :- 18 নভেম্বর  

৩৭) IMF এর পরিচালনা পর্ষদের সদস্য কত ?

উত্তর :- 24

৩৮) রবীন্দ্রনাথ ঠাকুর ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে উপাধি দেন 

উত্তর :- ভাষাচার্য 

৩৯) জেল হত্যা দিবস কবে পালন করা হয় ?

উত্তর :- 3 নভেম্বর  

৪০) রোধাঙ্কের SI একক কি ?

উত্তর :- ওহম-মিটার    

৪১) ওষুধের ক্যাপসুল প্রস্তুত হয় কোন প্লাস্টিক দিয়ে ?

উত্তর :- অ্যাভেলন

৪২) আঙ্কোরভাট মন্দির অবস্থিত 

উত্তর :- কম্বোডিয়া 

৪৩) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় ?

উত্তর:- জল বাষ্পে পরিণত হওয়া    

৪৪) NAFED কিসের সাথে যুক্ত ?

উত্তর :- কৃষির বাজার      

৪৫) পৃথিবীর গভীরত হ্রদের নাম কি ?

উত্তর :- বৈকাল হ্রদ 

৪৬) স্বর্ণ নগরীর দেশ কাকে বলে ?

উত্তর :- জোহানেসবার্গ     

৪৭) রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উত্তর :- হিমাচল প্রদেশ      

৪৮) স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ?

উত্তর :- অভিকর্ষ বল      

৪৯) ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীতি (১৭৮৪) কার উদ্যোগে পাস হয় ?

উত্তর :- লর্ড পিট

৫০) জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় ?

উত্তর :- 31 October 

৫১) নিন্মলিখিত রাশি গুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি নয় ?

উত্তর :- টর্ক     

৫২) UPSC এর চেয়ারম্যান কে নিযুক্ত করেন ?

উত্তর :- রাষ্ট্রপতি    

৫৩) কোন সংকর ধাতু তাপীয় তড়িৎ উৎপাদনকারী পদার্থ হিসেবে ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয় 

উত্তর :- নাইক্রোম      

৫৪) তরঙ্গ কণার দ্বৈত প্রকৃতি নিচের কোন কণাটির মধ্যে দেখা যায় ?

উত্তর :- ইলেকট্রন   

৫৫) ন্যানোমিটার কিসের একক 

উত্তর :- দৈঘ্যের একক          

৫৬) ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন ?

উত্তর :-  লর্ড ক্যানিং  

৫৭) জলের তড়িৎ বিশ্লেষণ করলে একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে কি জমা হয় ?

উত্তর :- দুই আয়তন হাইড্রোজেন 

৫৮) 6.023x10^22 পরমাণু কার্বনের ভর কত ?

উত্তর :-  1.2 গ্রাম        

৫৯) ফলের ভান্ডার কোন অঞ্চলকে বলা হয় 

উত্তর :- ভূমধ্যসাগরীয় অঞ্চল      

৬০) কোন খনিজ পর্দাথের অভাবে রক্ত তঞ্চন বিঘ্ন ঘটে ?

উত্তর :- ক্যালসিয়াম  

৬১) গোলাপি বিপ্লব কিসের সাথে জড়িত 

উত্তর :- পেঁয়াজ    

৬২) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

উত্তর :- আমেদাবাদ  

৬৩) কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ?

উত্তর :- হলদিয়া     

৬৪) নিন্মে কোন শহরটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত 

উত্তর :- রোম 

৬৫) সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর :- আর্যভট্ট     

৬৬) কাকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়     

উত্তর :- কপিলদেব      

৬৭) কোন দেশের মহিলাদের প্রথম ভোটাধিকার দেওয়া হয় ?

উত্তর :- নিউজিল্যান্ড 

৬৮) আব্রাহিম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন 

উত্তর :- মার্কিন যুক্তরাষ্ট্র   

৬৯) আমেরিকা কবে জাপানে পরমাণু হামলা চালায় 

উত্তর :- 1945 সালে    

৭০) প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় 

উত্তর :- 776 খ্রিস্টপূর্ব 

৭১) আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ?

উত্তর :- কাস্পিয়ান সাগর   

৭২) দৈঘ্যের দিক থেকে বৃহত্তম পর্বতমালা কোনটি 

উত্তর :- আন্দিজ 

৭৩) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর :- রাজেন্দ্র প্রসাদ   

৭৪) "জাতীয় পরিকল্পনা কমিটি " কত সালে গঠিত হয় ?

উত্তর :- 1938

৭৫) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 

উত্তর :- 1951

৭৬) GDP এর Full Form কি ?

উত্তর :- Gross Domestic Product    

৭৭) যোজনা কমিশন (Planing Commission) কবে গঠিত হয় ?

উত্তর :- ১৯৫০ সালে ১৫ মার্চ 

৭৮) খাজ্জিযার লেক কোথায় আছে ?

উত্তর :- হিমাচল প্রদেশ        

৭৯) লিভার পুল শহর কোন নদীর তীরে অবস্থিত 

উত্তর :- মার্সে     

৮০) পুস্কর ভ্যালি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?

উত্তর :- লুনি        

৮১) থর এক্সপ্রেস ভারতের কোথায় থেকে প্রথম চলাচল শুরু করে ?

উত্তর :- যোধপুর 

৮২) ইনফিল্ট্রেশন থিওরি কে দিয়েছিলেন ?

উত্তর :- মেকলে     

৮৩) প্রার্থনা সমাজ কি আদর্শে বিশ্বাসী ছিল ?

উত্তর :- এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল     

৮৪) ভারত সভা কি কাজ করেনি ?

উত্তর :-  কৃষক বিদ্রোহতে সাহায্য করা 

৮৫) হান্টার কমিশনের উদ্দেশ্য কি ?

উত্তর :- ভারতের উচ্চ শিক্ষার অগ্রগতি         

৮৬) জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1838   

৮৭) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :- ডেভিড হেয়ার       

৮৮) মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1906

৮৯) কার্লাইল সার্কুলার জারি হয় কেন ?

উত্তর :- ছাত্রদের স্বদেশী আন্দোলন থেকে দূরে রাখতে        

৯০) সুরাট অধিবেশনের তাৎপর্য কি ?

উত্তর :- কংগ্রেসে নরম ও চরম পন্থীদের মধ্যে বিরোধ 

৯১) অসহযোগ আন্দোলনের কারণ কি ?

উত্তর :- চৌরিচৌরা ঘটনা 

৯২) পাটুলিপুত্র কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :- উদয়ন    

৯৩) "গদর পার্টি "কোথায় ও কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- আমেরিকা, 1913

৯৪) নিন্মলিখিত কোন নেতা কংগ্রেসের চরম পন্থী দলের অন্তর্ভুক্ত ?

উত্তর :- অরবিন্দ ঘোষ      

৯৫) কে "মুদ্রারাক্ষস "গ্রন্থের লেখক ?

উত্তর :- বিশাখদত্ত 

৯৬) "পাকিস্তান " শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

উত্তর :- রহমত আলী       

৯৭) ভারতীয় জাতীয় প্রতীক লিখিত "সত্যমেব জয়তে" কথাটির উৎস -

উত্তর :- মুণ্ডক উপনিষদ 

৯৮) স্বাধীনতা সংগ্ৰামীদের মধ্যে কে "শের-ই-পাঞ্জাব" নাম পরিচিত ?

উত্তর :- লালা লাজপত রাই        

৯৯) কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ?

উত্তর :- লর্ড ক্যানিং       

১০০) মহাত্মা গান্ধী কত সালে ভারতে আসেন ?

উত্তর :- 1915

১০১) কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় ?

উত্তর :- 1948  

১০২) ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় ?

উত্তর :- 1951   

১০৩) NABARD হলো একটি -

উত্তর :- এটি একটি ব্যাঙ্ক      

১০৪) ভারতীয় অর্থনীতি হলো একটি -

উত্তর :- মিশ্র অর্থনীতি       

১০৫)  PAN এর Full Form কি ?

উত্তর :-  Permanent Account Number     

১০৬) World Bank কত সালে স্থাপিত হয় -

উত্তর :- 1945

১০৭) IMF এর সদর দফতর কোথায় অবস্থিত ?

উত্তর :- ওয়াসিংটন ডি সি      

১০৮) ফিসক্যাল নীতির সাথে কোনটি জড়িত ?

উত্তর :- মুদ্রা উৎপাদন  

১০৯) রিজার্ভ ব্যাঙ্ক এর গভর্নর কে নিয়োগ করেন ?

উত্তর :- অর্থমন্ত্রী 

১১০) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?

উত্তর :- মুম্বাই    

১১১) GST হলো একটি -

উত্তর :- পরোক্ষ কর     

১১২) GST এর Full Form কি ?

উত্তর :- Goods Service Tax    

১১৩) ভারতের প্রথম রাজ্য যারা ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচার করেছে ?

উত্তর :- তামিলনাড়ু 

১১৪) আলোকজান্ডারের ঘোড়ার নাম কি ?

উত্তর :- বুসি ফিলাস       

১১৫) হোমরুল আন্দোলনের প্রবক্তা কে ?

উত্তর :- এ বেসান্ত       

১১৬) মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি ?

উত্তর :- তামা 

১১৭) আকবরের  তরবারির নাম কি ?

উত্তর :- সংগ্রাম      

১১৮) কে ভারত বর্ষ রেপ রেট ঘোষণা করেন ?

উত্তর :- RBI         

১১৯) যে রাজ্যে সড়কের দৈঘ্য সবচেয়ে বেশি তা হলো 

উত্তর :- মহারাষ্ট্র      

১২০) ভারতীয়দের রাগী কিন্তু সৎ কে বলেন ?

উত্তর :-  হিউয়েন সাঙ       

১২১) কোন নদীর তীরে কোটা অবস্থিত ?

উত্তর :- চম্বল     

১২২) অন্ত ক্ষরাবিদ্যার জনক হলেন ?

উত্তর :- থমাস অ্যাডিসন    

১২৩) কার জীবনকাহিনীর ওপর নির্মিত হয়েছে ঋত্বিক রোশন অভিনীত চলচ্চিত্র "সুপার থার্টি"?

উত্তর :- আনন্দ কুমার 

১২৪) ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয় ?

উত্তর :- 1858  

১২৫) ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি হলো ?

উত্তর :- ডিগবয়     

১২৬) ক্লোরিন এর ব্লিচিঙ ক্রিয়া হলো ?

উত্তর :- জারণ     

১২৭) কলকাতার নাম আলীনগর রাখেন কে ?

উত্তর :- সিরাজদ্দোলা     

১২৮) কোষ বিভাজনের সময়ে DNA সংশ্লেষিত হয় ?

উত্তর :- ইন্টারফেজ        

১২৯) জৈন্য ধর্মের প্রথম গুরুর নাম কি ?

উত্তর :- ঋষভনাথ       

১৩০) বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন হয় ?

উত্তর :- 1972

১৩১) কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন ?

উত্তর :- ইলতুৎমিস        

১৩২) লাখবক্স নামে কে পরিচিত ?

উত্তর :- কুতুবউদ্দিন আইবক    

১৩৩) সোমনাথ মন্দির কে লুঠ করেন ?

উত্তর :- সুলতান মামুদ 

১৩৪) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?

উত্তর :- 17 বার 

১৩৫) ভারতের তোতা  পাখি কাকে বলে ?

উত্তর :- আমির খুসরু   

১৩৬) দিল্লি সুলতানি সাম্রাজ্য শুরু হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তর :- 1206

১৩৭) প্রোটোপ্লাজম নামকরণ করেন ?

উত্তর :- পারকিনজি      

১৩৮) বন্দিবাসের যুদ্ধ কত সালে হয় ?

উত্তর :- 1760

১৩৯) চৈতন্যচরিতামৃত রচনা করেন ?

উত্তর :- কৃষ্ণদাস কবিরাজ       

১৪০) ঔরংজেব এর মৃত্যু হয় -

উত্তর :- 1707

১৪১) পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে ?

উত্তর :- বাবর         

১৪২) হুমায়ুননামা রচয়িতা কে ?

উত্তর :- গুলবদন বেগম       

১৪৩) লোদী বংশের প্রতিষ্ঠতা কে ?

উত্তর :- বহুলুল লোদী      

১৪৪) তড়িৎ প্রবাহের একক কি ?

উত্তর :- এম্পিয়ার 

১৪৫) ভগবত গীতা কে লেখেন ?

উত্তর :- বেদব্যাস    

১৪৬) "Divine Life" এর লেখক কে ?

উত্তর :- স্বামী শিবানন্দ    

১৪৭) পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় ?

উত্তর :- 1761    

১৪৮) তুজুক-ই- জাহাঙ্গীর রচয়িতা কে ?

উত্তর :- জাহাঙ্গীর 

১৪৯) আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন ?

উত্তর :- মালিক কাফুর    

১৫০) একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বিরাজ করেন ?

উত্তর :- রাজিয়া সুলতানা      

১৫১) মঙ্গল পান্ডে, যিনি একাই 1857 খ্রি বিদ্রোহ শুরু করেছিলেন, সম্পর্কিত ছিলেন 

উত্তর :- 34তম  নেটিভ পদাতিক থেকে     

১৫২)  1857 সালে ভারত বিদ্রোহের নেতা তাঁতিয়া টোপের আসল নাম কি ?

উত্তর :- রামচন্দ্র পাণ্ডুরং  

১৫৩) মহা জৈন পণ্ডিত হেমচন্দ্র কার দরবার সজ্জিত করেছিলেন ?

উত্তর :- কুমার পাল     

১৫৪)ভারতে সুফিধারার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- খাজা মঈনুউদ্দিন চিস্তী     

১৫৫) ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ফ্যাটি কার্তুজ দ্বারা চালিত এনফিল্ড রাইফেলটি কখন চালু হয়েছিল ?

উত্তর :- জানুয়ারি 1857         

১৫৬) ওয়ান্ডিওয়াশের যুদ্ধ (1760) কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর :- ইংরেজ ও ফরাসি    

১৫৭) 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধে কে অংশ নেননি ?

উত্তর :- ভগৎ সিং       

১৫৮) ব্রাক্ষী লিপিটি প্রথম কে পড়েছিলন ?

উত্তর :- জেমস প্রিন্সেপ   

১৫৯) 1857 সালে বারেলি বিদ্রোহের নেতা কে ছিলেন -

উত্তর :- খান বাহাদুর      

১৬০) নচিকেতা আখ্যানের উল্লেখ আছে -

উত্তর :- কাতোপনিষদে           

১৬১) ভূমধ্যসাগর ও লোহিত সাগর কে যুক্ত করেছে কোন খাল ?

উত্তর :- সুয়েজ খাল    

১৬২) আলমত্তি বাঁধ কোথায় আছে ?

উত্তর :- কর্ণাটক   

১৬৩) হাম্পি কোন নাদির তীরে অবস্থিত ?

উত্তর :- তুঙ্গভদ্রা      

১৬৪) নিন্মলিখিত কোনটি খারিফ শস্য নয় ?

উত্তর :- যব 

১৬৫) কাকলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- বিহার      

১৬৬) নিন্মলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমান সময় (IST) সূচিত করে ? 

উত্তর :-  82.5 ডিগ্রি পূর্ব        

১৬৭) নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :- কৃষ্ণা       

১৬৮) আলোকবর্ষ কি ?

উত্তর :- আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্ব       

১৬৯)  পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো -

উত্তর :- সুপিরিয়র হ্রদ       

১৭০) কোনটি পৃথিবীর প্রাচীন ও গভীরতম স্বাদু জলের হ্রদ ?

উত্তর :- বৈকাল হ্রদ     

১৭১) সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষন পর পর্যন্ত সূর্য কে দেখা যায়, কারণ কি ?

উত্তর :- বায়ুমণ্ডলের প্রতিসরণ       

১৭২) সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?

উত্তর :- অশোক   

১৭৩) বেকিং সোডা হলো 

উত্তর :- সোডিয়াম বাই কার্বনেট         

১৭৪) কোনটি শুল্ক্ মুক্ত বন্দর ?

উত্তর :-  কান্দালা   

১৭৫) জার্মান সিলভার কোন ধাতুর সংমিশ্রণ ?

উত্তর :-  দস্তা, তামা, নিকেল     

১৭৬) চোখের লেন্সে থাকে 

উত্তর :- ক্রিস্টালিন    

১৭৭) জাহাঙ্গীর কোন শিখ গুরু কে মৃত্যদন্ড দিয়েছিলন ?

উত্তর :- গুরু অর্জুন        

১৭৮)  সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী -

উত্তর :- ইউগ্লিনা       

১৭৯) মানুষের সুষুষ্মা স্নায়ুর সংখ্যা কত ?

উত্তর :- 31 জোড়া        

১৮০) কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর নির্ভর করে না ?

উত্তর :- ডায়নামো 

১৮১) কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হয় ?

উত্তর :- অর্নিথিন চক্র        

১৮২) জৈন ধর্মে "সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান"- এই তিনটিকে একত্রে কি বলা হয় -

উত্তর :-  ত্রিরত্ন    

১৮৩) টাংস্টেন তারের গলনাঙ্ক কত ?

উত্তর :- প্রায় 3400 ডিগ্রি C        

১৮৪) সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?

উত্তর :- কারাকোরাম রেঞ্জ       

১৮৫) মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রন সংখ্যা কত ?

উত্তর :- 10 লক্ষ 

১৮৬) সংবিধানের 25 ধারায় দেওয়া আছে ?

উত্তর :- ধর্মীয় অধিকার 

১৮৭) কোন প্রাণী শরীর থেকে ইউরিক অ্যাসিডসিড নিঃসরণ করে ?

উত্তর :- চড়ুই 

১৮৮) কোন প্রাচীন ভারতীয় পুঁথিকে দর্শনের পুঁথি বলা হয় ?

উত্তর :- উপনিষদ 

১৮৯) সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?

উত্তর :- বুধ 

১৯০) নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন ?

উত্তর :- অ্যাড্রিনালিন     

১৯১) ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি ?

উত্তর :- চিল্কা হ্রদ      

১৯২) বিলীয়মান রঙ তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি লাগে ?

উত্তর :- ফেনপথ্যালিন         

১৯৩) আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?

উত্তর :- পশ্চিম থেকে পূর্ব      

১৯৪) মেন্ডেলিফের পর্যায় সারণিতে শেষতম মৌল কোনটি ?

উত্তর :- নেপচুনিয়াম      

১৯৫) অ্যামিবার প্রজনন পদ্ধতির নাম কি ?

উত্তর :- দ্বিবিভাজন 

১৯৬) ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে রয়েছে 

উত্তর :- মোহো বিযুক্তি           

১৯৭) কোনটির কেবল বিস্তার আছে কিন্তু দিক নেই ?

উত্তর :- কার্য      

১৯৮) স্বধীনতার পূর্বে প্রথম ভারতীয় রেল মন্ত্রী কে ছিলেন ?

উত্তর :- আসিফ আলী   

১৯৯) কুনিক উপাধিতে কে ভূষিত ছিলেন ?

উত্তর :- অজাতশত্রু        

২০০) গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উত্তর  :- দ্বিতীয় জীবিত গুপ্ত 

২০১) K কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে ?

উত্তর :- 2 টি 

২০২) Indian Railway এর প্রথম AC ডবল ট্রেকার ট্রেন কোনটি ?

উত্তর :- শতাব্দী এক্সপ্রেস       

২০৩) ভারতীয় রেলের ম্যাসকট কি ?

উত্তর :- ভলু    

২০৪) ________ দ্বারা কোন বস্তুতে উপস্থিত পদার্থের পরিমান বোঝানো হয় ?

উত্তর :- ভর     

২০৫) South West Railway এর সদর দফতর কোথায় ?

উত্তর :- হুবলি       

২০৬) পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কত ?

উত্তর :- 5500 ডিগ্রি C 

২০৭) পৃথিবীতে বৃহদায়তন পাটের সংখ্যা কত ?

উত্তর :- 7 টি 

২০৮) ভারতীয় রেলওয়ের জাতীয়করণ হয় কত সালে ?

উত্তর :- 1951

২০৯) পঞ্চতন্ত্রের লেখক কে ?

উত্তর :- বিষ্ণু শর্মা 

২১০) কার্য নির্ভর করে না কার উপর ?

উত্তর :- ভরবেগ    

২১১) সন্ধি রেখা বা সূচার দেখা যায় -

উত্তর :- হিমালয় পর্বতে  

২১২) "History of Ocean Basin" বইটি কে লেখেন ?

উত্তর :- হ্যারি হেস

২১৩) হাতিগুম্ফা লিপি থেকে জানা যায় -

উত্তর :- রাজা খারবেলের কীর্তি কাহিনী          

২১৪) দেবগিরির বর্তমান নাম কি ?

উত্তর :- দৌলতাবাদ      

২১৫) সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র কি ?

উত্তর :- প্রক্সিমা সেন্টাওরি      

২১৬) রাওলাট আইন কবে পাশ হয় ?

উত্তর :- 1919 সালের 18 মার্চ      

২১৭) ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণ যুগ বলা হয় ?

উত্তর :- গুপ্তযুগ    

২১৮) ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত -

উত্তর :- জৈন     

২১৯) চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কোনটি ?

উত্তর :- আয়তন ও উষ্ণতা 

২২০) নংক্রেম নৃত্য উৎসব রাজ্যের হয় ?

উত্তর :- মেঘলায়      

২২১) লাইভ তারের রং কি ?

উত্তর :- লাল    

২২২) তেহেরী বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- উত্তরাখন্ড        

২২৩) মুন্ডা বিদ্রোহ কখন হয়েছিল ?

উত্তর :- 1899-1900

২২৪) কালো হীরার দেশ বলা হয় কাকে ?

উত্তর :- আসানসোল      

২২৫) আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় ?

উত্তর :- লর্ড ডালহৌসি     

২২৬) ল্যাকটোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে ?

উত্তর :- পিটুইটারি গ্রন্থি         

২২৭) ক্যাথোড রশ্মিতে যে তড়িতাহত কণিকা থাকে তাকে বলে ?

উত্তর :- ইলেকট্রন       

২২৮) ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলে ?

উত্তর :- মুম্বাই 

২২৯) ভারতের প্রথম অরণ্য আইন কবে পাস হয় -

উত্তর :- 1865 

২৩০) হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর -

উত্তর :- স্থিতিশক্তি বৃদ্ধি পায়    

২৩১) কোন যুগের বিজ্ঞানীরা HNO3 কে অ্যাকোয়া ফরটিস বলতেন ?

উত্তর :- অ্যালকেনী যুগ        

২৩২) মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয় ?

উত্তর :- রক্ত        

২৩৩) নিন্মলিখিত কোন রাজনৈতিক নেতা চরমপন্তী ছিলেন ?

উত্তর :- বাল গঙ্গাধর তিলক    

২৩৪) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?

উত্তর :- তৃতীয়      

২৩৫) বঙ্গোপসাগরে কোন সময় সাইক্লোনের প্রাধান্য হয় ?

উত্তর :- বর্ষাকালের শেষে 

২৩৬) নন্দ বংশের শেষ রাজা কে ?

উত্তর :- ধননন্দ   

২৩৭) কোনটি বিজারক নয় ?

উত্তর :- ক্লোরিন 

২৩৮) ভর x ত্বরণ = ?

উত্তর :- বল     

২৩৯) জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন ?

উত্তর :- লক্ষণ সেন     

২৪০) কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় ?

উত্তর :- সোডিয়াম    

২৪১) ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য ?

উত্তর :- রাজস্থান      

২৪২) "টোডা" উপজাতি কোথায় বসবাস করে ?

উত্তর :- নীলগিরি পর্বত       

২৪৩) কম্পিউটার শব্দটি এসেছে -

উত্তর :- গ্রিক শব্দ থেকে      

২৪৪) দক্ষিণী তাজ (Taj of Decan) নামে পরিচিত -

উত্তর :- বিবি কে মোকবরা        

২৪৫) কনৌজের গ্রহবর্মন কোন বংশের শাসক ছিলেন ?

উত্তর :- মৌখরী বংশ 

২৪৬) ভারতের কোথায় জাফরান চাষ হয় ?

উত্তর :- কারেওয়া টেরেস    

২৪৭) মল্লিকার্জুন কোন দেবতার মন্দির -

উত্তর :- শিব   

২৪৮) ভারতীয় ইতিহাসে কে / কারা "কিং মেকার " হিসাবে পরিচিত ?

উত্তর :- সৈয়দ ভ্রাতৃদ্বয়        

২৪৯) আলফা রশ্মির আধানের প্রকৃতি -

উত্তর :- ধনাত্মক     

২৫০) অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন করেছিল ?

উত্তর :- পাটলিপুত্র   

২৫১) "শাহনা মান্ডি" ব্যবস্থা গ্রহণ করেন কে ?

উত্তর :- আলাউদ্দিন খলজি 

২৫২) নিচের কোন গ্রন্থটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে -

উত্তর :- ঋকবেদ     

২৫৩) হাজারীবাগ জাতীয় উদ্দ্যান কোথায় অবস্থিত ?

উত্তর :- ঝাড়খন্ড        

২৫৪) দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ?

উত্তর :- রাভি 

২৫৫) রবি কীর্তি কার সভাকবি ছিলেন ?

উত্তর :- দ্বিতীয় পুলকেশী        

২৫৬) ভারতে কতগুলো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল চিহ্নিত করা হয়েছে -

উত্তর :- 15 টি 

২৫৭) অদ্ভুদ সাগর কি বিষয়ক গ্রন্থ -

উত্তর :- জ্যোতিবিজ্ঞান 

২৫৮) বিটা রশ্মির কোন কণার স্রোত -

উত্তর :- ঋণাত্মক     

২৫৯) ভারতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- মহম্মদ ঘোরী       

২৬০) "আইবক" কথার অর্থ কি ?

উত্তর :- দাস 

২৬১) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?

উত্তর :- 17 বার 

২৬২) কে সোমনাথ মন্দির লুন্ঠন করেন ?

উত্তর :- সুলতান মামুদ         

২৬৩) তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয় ?

উত্তর :- 1191 

২৬৪) ডিরোজীও কোন বিষয়ের অধ্যাপক ছিলেন ?

উত্তর :- ইতিহাস       

২৬৫) মৌমাছির চোখের সংখ্যা কত ?

উত্তর :- 5 টি 

২৬৬) নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন ?

উত্তর :- মাইকেল মধুসূদন দত্ত   

২৬৭) ফটো তোলার পর প্লেট ধোয়ার জন্যে ব্যবহৃত হয় কোনটি ?

উত্তর :- সোডিয়াম থায়োসালফেট      

২৬৮) কোন খনিজ পদার্থের অভাবে রক্ত তঞ্চন বিঘ্ন ঘটে ?

উত্তর :- ক্যালসিয়াম         

২৬৯) জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় ?

উত্তর :- 30 অক্টোবর 

২৭০) OPEC  কবে গঠিত হয় ?

উত্তর :- 1960

২৭১) জলাতঙ্কের ঔষধ কে আবিষ্কার করেন ?

উত্তর :- লুইস পাস্তুর         

২৭২) চা উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে ?

উত্তর :- প্রথম   

২৭৩) বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানের চা কোথায় উৎপন্ন হয় ?

উত্তর :- তরাই ও ডুয়ার্স অঞ্চলে 

২৭৪) শব্দের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় ?

উত্তর :- অডিওমিটার    

২৭৫) বজ্রপাতের দেশ বলা হয় -

উত্তর :- ভুটান    

২৭৬) সিন্ধু সভ্যতার প্রধান কারণ কি ছিল ?

উত্তর :- খরা         

২৭৭) ইসলাম শব্দের অর্থ কি ?

উত্তর :- পবিত্রতা        

২৭৮)  আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর :- গুরুশিখর 

২৭৯) কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় -

উত্তর :- উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল      

২৮০) খাবার সুস্বাদ করতে নিচের কোনটি ব্যবহৃত হয় -

উত্তর :- ভিনিগার       

২৮১) বন্দেমাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত 

উত্তর :- আনন্দমঠ      

২৮২) উদ্ভিদ বিদ্যার জনক কে ?

উত্তর :- থ্রিওফ্রাস্টাস       

২৮৩) সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দূত হিসাবে পাঠিয়েছিলন ?

উত্তর :- নারায়ন দাস      

২৮৪) অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়লে রোধাঙ্কের কি পরিবর্তন হয় ?

উত্তর :- কমে       

২৮৫) ওষুধের ক্যাপসুল প্রস্তুত করা হয় কোন প্লাস্টিক দিয়ে ?

উত্তর :- অ্যাভেলন

২৮৬) প্রিজমের প্রতিসারক তল কত গুলি 

উত্তর :- দুটি      

২৮৭) "Swatch of no Ground"  এটা কি ?

উত্তর :- দ্বীপ 

২৮৮) নিচের কোনটি ভাইরাস জনিত অসুখ নয় ?

উত্তর :- যক্ষা        

২৮৯) রাষ্ট্রপতি লোকসভায় কতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করেন ?

উত্তর :- 2 জন 

২৯০) উপরাষ্ট্রপতি সর্বাধিক কত দিন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারেন ?

উত্তর :- 6 মাস 

২৯১) অগ্ন্যাশয় রস কি প্রকৃতির -

উত্তর :- ক্ষারীয়     

২৯২) "তিলক তহবিল" গড়ে উঠেছিল -

উত্তর :- অসহযোগ আন্দোলনে        

২৯৩) কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসটি জলে ?

উত্তর :- আ্যসিটিলিন        

২৯৪) আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে ?

উত্তর :- আইনস্টাইন    

২৯৫) সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ ?

উত্তর :- চিংড়ি 

২৯৬) হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস হলো -

উত্তর :- অশোধিত তেল     

২৯৭) বিশ্ব মৃত্তিকা দিবস কবে -

উত্তর :- 5 ডিসেম্বর 

২৯৮) রিকেট রজার সাথে জড়িত -

উত্তর :- হাড় 

২৯৯) বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয় -

উত্তর :- B1

৩০০) বায়ুমন্ডলের চাপ মাপার একক কোনটি ?

উত্তর :- টর, বার ও এটমোস্ফিয়ার         

৩০১) ভারতের জাতীয় কংগ্রেসের অভিবেশনে প্রথম বন্দেমাতরম গাওয়া হয় ?

উত্তর :- 1896 সালে 

৩০২) তড়িৎ পরিমাপের একক 

উত্তর :- কুলম্ব 

৩০৩) আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় -

উত্তর :- 1975 সালে 

৩০৪) ভারতের প্ৰথম "GI Tag " প্রাপ্ত পদার্থ হলো 

উত্তর :- দার্জিলিং চা   

৩০৫) ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :- সুরেন্দ্রনাথ ব্যানার্জী      

৩০৬) সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর :- গুজরাট 

৩০৭) অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?

উত্তর :- ক্ষনপদ         

৩০৮) কত সালে পিন কোড নাম্বার পদ্ধতি চালু হয় ?

উত্তর :- 1972  সালে 

৩০৯) আর্য সভ্যতায় সবচেয়ে অবহেলিত শ্রেণী কারা ছিল ?

উত্তর :- শুদ্ররা     

৩১০) 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ?

উত্তর :- লর্ড ক্যানিং      

৩১১) কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন যথাক্রমে কে ?

উত্তর :- রাষ্ট্রপতি ও রাজ্যপাল     

৩১২) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় -

উত্তর :- তেজস্ক্রিয় কোবাল্ট      

৩১৩) ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো -

উত্তর :- সিকিম     

৩১৪) মৌমাছি কার ছদ্ম নাম ?

উত্তর :- বিমল ঘোষ 

৩১৫) ভারতের কতগুলো রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে স্পর্শ করে ?

উত্তর :- 5 টি 

৩১৬) মানুষের মেরুদন্ডে কতগুলো অস্থি আছে ?

উত্তর :- 33  টি 

৩১৭) মরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত ?

উত্তর :- হকি     

৩১৮) লোহায় তাড়াতড়ি মরচে পরে কোন জলের জন্যে ?

উত্তর :- বৃষ্টির জল      

৩১৯) ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় ?

উত্তর :- 29 অগাস্ট 

৩২০) কোন কাব্য গ্রন্থের জন্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পান ?

উত্তর :- উলঙ্গ রাজা       

৩২১) International Day of Bank পালন করা হয় কবে ?

উত্তর :- 4 December 

৩২২) লে জেলাটি  কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :- সিন্ধু      

৩২৩) HDFC ব্যাংকের সদরদফতর কোথায় ?

উত্তর :- মুম্বাই     

৩২৪) আলে কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর :- ব্যাডমিন্টন 

৩২৫) ভারতে আসা প্রথম চাইনিজ পর্যটক কে ছিলেন ?

উত্তর :- ফা হিয়েন      

৩২৬) চীনের দুঃখ বলা হয় কোন নদী কে ?

উত্তর :- হোয়াং হো       

৩২৭) নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

উত্তর :- হাইড্রোজেন 

৩২৮) LPG গ্যাসে কোনটি থাকে না ?

উত্তর :- ইথেন    

৩২৯) মানবদেহে পাকস্থলীতে কেন অ্যাসিড থাকে ?

উত্তর :- হাইড্রোক্লোরিক অ্যাসিড         

৩৩০) ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয় -

উত্তর :- বেরিবেরি   

৩৩১) হরিজন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?

উত্তর :- গান্ধীজি         

৩৩২) ভারতের প্রথম পত্রিকা কোনটি ?

উত্তর :- বেঙ্গল গেজেট         

৩৩৩) ১৮৭৮ সালে ভার্নাকুলার প্রেস এক্ট কে বাতিল করেন ?

উত্তর :- লর্ড রিপন     

৩৩৪) নিচের কোন ভাষায় গদোর পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ?

উত্তর :- উর্দু 

৩৩৫)  বাল গঙ্গাধর তিলক ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে কোন পত্রিকা শুরু করেন ?

উত্তর :- কেশরী      

৩৩৬) "ইয়ং ইন্ডিয়া" সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেছিল -

উত্তর :- হোম রুল লীগ       

৩৩৭) পারস্য সাপ্তাহিক পত্রিকা "মিরাত উল আখবর" প্রকাশ করেন কে ?

উত্তর :- রাজা রামমোহন রায়        

৩৩৮) জগন্নাথ মন্দির কোন রাজ্য অবস্থিত ?

উত্তর :- ওডিশা 

৩৩৯) কামাক্ষা মন্দির কোন রাজ্য অবস্থিত ?

উত্তর :- অসম     

৩৪০) কাঞ্চনজঙ্গা পাহাড় কোন রাজ্য অবস্থিত ?

উত্তর :- সিকিম    

৩৪১) জিপসাম যে ধাতুর আকরিক -

উত্তর :- ক্যালশিয়াম        

৩৪২) নিন্মলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ?

উত্তর :- ইরিডিয়াম      

৩৪৩) লেড পেন্সিল থাকে -

উত্তর :- গ্রাফাইড            

৩৪৪) যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় -

উত্তর :- ভিটামিন C 

৩৪৫) অ্যাসিড নীল লিটমাস কে রূপান্তরিত করে 

উত্তর :- লাল বর্ণে        

৩৪৬) কোন গ্যাসটি হিমায়নের জন্যে ব্যবহার হয় 

উত্তর :- অ্যামোনিয়া    

৩৪৭) কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় 

উত্তর :- সোডিয়াম      

৩৪৮) পৃথিবীর কেন্দ্রে g  এর মান কত ?

উত্তর :- শূন্য        

৩৪৯) বরফের গলনের লিনতাপ কত ?

উত্তর :- 80 ক্যালোরি/গ্রাম 

৩৫০) নিচের কোনটি উৎসেচক নয় 

উত্তর :- ট্রিপসিন 

৩৫১) সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে ?

উত্তর :- নিউটন 

৩৫২) কোন বৈজ্ঞানিক সমযোজী বন্ধনের ধারণা দেয় ?

উত্তর :- লুইস        

৩৫৩) জলে অদ্রব্য সমযোজী যৌগ কোনটি ?

উত্তর :- বেঞ্জিন 

৩৫৪) কলকাতায় পাতাল রেল কবে চালু হয় ?

উত্তর :- 1984

৩৫৫) এদের মধ্যে কে WTO এর সদস্য নয় ?

উত্তর :- রাশিয়া      

৩৫৬) দেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি ?

উত্তর :- চোয়াল         

৩৫৭) নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি ধাতব পদার্থ 

উত্তর :- সিলিকন    

৩৫৮) যিনি পরমাণুসর গঠন আবিষ্কার করেছিলেন ?

উত্তর :- রাদারফোর্ড  ও  বোহর  দুজনেই     

৩৫৯) ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- 1935

৩৬০) কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালইজেড হয় ?

উত্তর :- 1949

৩৬১) দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান নদী কি ?

উত্তর :- তিস্তা       

৩৬২) ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো -

উত্তর :- লুনি        

৩৬৩) লেগুন বা ব্যাক ওয়াটার কোন উপকূলে দেখা যায় -

উত্তর :- মালাবার      

৩৬৪) নেতাজি সুভাষচন্দ্র বোস সমুদ্র সৈকত কোথায় অবস্থিত 

উত্তর :- মহারাষ্ট্র 

৩৬৫) সবচেয়ে গরম গ্রহের নাম কি ?

উত্তর :- শুক্র 

৩৬৬) ভারতে অবস্থিত জীবন্ত আগ্নেয়গিরি কোনটি ?

উত্তর :- ব্যারেন        

৩৬৭)  ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোনটি ?

উত্তর :- কোঙ্কন       

৩৬৮) কোনটি মঙ্গল গ্রহের উপগ্রহ ?

উত্তর :- ডিমস       

৩৬৯) কোন পর্বতটি পশ্চিমবঙ্গর দার্জিলিং জেলা কে  নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে ?

উত্তর ;- সিঙ্গালিলা          

৩৭০) কাঁকড়া পারা ও উকাই ড্যাম কোন নদীতে অবস্থিত -

উত্তর :- তাপ্তি       

৩৭১) নিন্মলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের  সর্বাধিক সীমানা রয়েছে 

উত্তর :- ঝাড়খন্ড     

৩৭২) কোলেরু  হ্রদ কোথায় অবস্থিত ?

উত্তর :- গোদাবরী ও কৃষ্ণার মধ্যে           

৩৭৩) নিচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?

উত্তর :- নীলগিরি পর্বতমালা     

৩৭৪) নিচের কোন স্থানে জেরোফাইট উদ্ভিদ দেখতে পাওয়া যায় -

উত্তর :- কচ্ছ 

৩৭৫) ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?

উত্তর :- শতদ্রু         

৩৭৬) মুল্ল্যাপেরিয়ার বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে -

উত্তর :- তামিলনাড়ু ও কেরালা   

৩৭৭) আগ্রা দিয়ে কলকাতা ও মুম্বাই জাতীয় সড়ক কি নামে পরিচিত 

উত্তর :- NH-3

৩৭৮) 1920 সালে অসহযোগ আন্দোলনের শুরু করার দিন কোন নেতার মৃত্য হয় ?

উত্তর বাল গঙ্গাধর তিলক         লালা লাজপৎ রায়       পি সীতারামাইয়া        সি রাজাগোপালাচারী 

৩৭৯) "1859" বইটির রচয়িতা কে ?

উত্তর :- সুরেন্দ্রনাথ সেন          

৩৮০) 1938 সালের কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?

উত্তর :- সুভাষচন্দ্র বসু   

৩৮১) ফলের অস্থায়ী পতন রুখতে কি ব্যবহার করা হয় ?

উত্তর :- অক্সিন হরমোন দিয়ে 

৩৮২) আন্তর্জাতিক ক্রিকেট ব্যাটের সর্বাধিক দৈঘ্য কত ?

উত্তর :- 38 ইঞ্চি 

৩৮৩) মহাত্মা গান্ধীকে কে মিকি মাউস আখ্যা দেন ?

উত্তর :- সরোজিনী নাইডু        

৩৮৪) মদ্র রাজ্ শল্যকে কে হত্যা করেন ?

উত্তর :- যুধিষ্ঠির     

৩৮৫) বৌধেয় কার পুত্র ছিলেন ?

উত্তর :- যুধিষ্ঠির       

৩৮৬) কাকে ভারতের অটিলা বলা হয় ?

উত্তর :- মিহিরকুল   

৩৮৭) বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয় 

উত্তর :- ২৮ সেপ্টেম্বর 

৩৮৮) কর্ণের পালিত মাতা কে ?

উত্তর :- রাধা       

৩৮৯) আলোর গতিবেগ, মাধ্যমের তাপমাত্রা বাড়লে কি পরিবর্তন হয় ?

উত্তর :- একই থাকে 

৩৯০) দেহের কোন অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে ?

উত্তর :- সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ         

৩৯১) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :- 1857

৩৯২) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তর :- সূর্য সেন 

৩৯৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উত্তর :- লর্ড লিনলিথগো            

৩৯৪) সাম্প্রদায়িক  বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয় ?

উত্তর :- 1932

৩৯৫) শ্বেতাম্বর ও দিগম্বর জাতি দেখা যায় -

উত্তর :- জৈন ধর্মে        

৩৯৬) কংগ্রেসের কোন অধিবেশনে ভারতছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয় ?

উত্তর :- বোম্বে     

৩৯৭) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?

উত্তর :- লর্ড ডাফরিন         

৩৯৮) শিল্পকলা কোন বেদের অন্তর্ভুক্ত ?

উত্তর :- অর্থববেদ       

৩৯৯) স্বর্ণ মন্দির তৈরির জন্যে কোন মোগল সম্রাট জমি দিয়েছিলেন ?

উত্তর :- আকবর       

৪০০) নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?

উত্তর :- প্রথম কুমার গুপ্ত      

৪০১) প্রতিহার বংশের কোন রাজা বাংলার কিছু অংশ জয় করেন ?

উত্তর :- মিহিরভোজ         

৪০২) আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে ?

উত্তর :- 1575

৪০৩) প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল ?

উত্তর :- পাটলিপুত্র        

৪০৪) কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল ?

উত্তর :- ঝিলাম      

৪০৫) সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?

উত্তর :- ঋক বেদ     

৪০৬) বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তর :- বল্লভভাই প্যাটেল   

৪০৭) ক্যাবিনেট মিশন করো সালে ভারতে আসে ?

উত্তর :- 1946

৪০৮) কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষণা করা হয় ?

উত্তর :- সঞ্জীবনী        

৪০৯) পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?

উত্তর :- রামপাল       

৪১০) গুপ্ত যুগের রৌপ্য মুদ্রা কে কি বলা হতো ?

উত্তর :- রূপায়ক     

৪১১) কেদ্রীয় চাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর :- কটক 

৪১২) ভারতের কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থার প্রচলন করেন  ?

উত্তর :- আলাউদ্দিন খিলজি       

৪১৩) কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয় ভারতে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন ?

উত্তর :- লর্ড ডালহৌসি     

৪১৪) "The British India Society" কোথায় কত সালে স্থাপিত হয় 

উত্তর :- 1839 লন্ডন            

৪১৫) কে নানা সাহেব নাম পরিচিত -

উত্তর :- বালাজি বাজি রাও    

৪১৬) যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় তখন মুঘল সম্রাট কে ছিল ?

উত্তর :- আকবর       

৪১৭) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর :- লর্ড ক্যানিং 

৪১৮) "The National Chemical Laboratory" কোথায় অবস্থিত ?

উত্তর :- পুনে       

৪১৯) Central Drug Research Institute কোথায় অবস্থিত ?

উত্তর :- লখনৌ 

৪২০) পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উত্তর :- কেরালা 

৪২১) চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে ?

উত্তর :- 1.3 সেকেন্ড 

৪২২) স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন ?

উত্তর :- লর্ড মাউন্টব্যাটেন        

৪২৩) আগাখান কাপ কোন খেলার সাথে জড়িত ?

উত্তর :- হকি        

৪২৪) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর :- দেরাদুন 

৪২৫) টাইটান কোন গ্রহের সবচেয়ে বড়ো উপগ্রহ ?

উত্তর :- শনি   

৪২৬) INTERPOL এর সদর দপ্তর কোথায় ?

উত্তর :- ফ্রান্স     

৪২৭) পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ?

উত্তর :- প্লাজমা 

৪২৮) STP তে বরফের গলনাঙ্ক কত ?

উত্তর :- 273 K  

৪২৯) ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত ?

উত্তর :- ব্যাসল্ট   

৪৩০) বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি ?

উত্তর :- ট্রপোস্ফিয়ার         

৪৩১) যখন সাধারণ লবন বরফের সঙ্গে মেশানো হয় তখন মিশ্রনের হিমাঙ্ক -

উত্তর :- কমে যায়    

৪৩২) দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- কুতুবউদ্দিন আইবক    

৪৩৩) লোদী বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর :- ইব্রাহিম লোদী     

৪৩৪) সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল ?

উত্তর :- পাটলিপুত্র   

৪৩৫) কে রামচরিত মানস রচনা করেন ?

উত্তর :- তুলসী দাস         

৪৩৬) কোন সময়ে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল ?

উত্তর :- গুপ্ত যুগে 

৪৩৭) কোন সম্রাট প্রথম যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেন ?

উত্তর :- বাবর   

৪৩৮) আকবরের শেষ যুদ্ধ কোনটি ?

উত্তর :- আসিরগর       

৪৩৯) সুলতানি আমলে প্রথম স্বাধীন শাসক কে ?

উত্তর :- ইলতুৎমিশ    

৪৪০) বাংলার আকবর কাকে বলা হয় ?

উত্তর :- আলাউদ্দিন হোসেন শাহ      

৪৪১) বিলীয়মান রঙে প্রধান উপাদান কোনটি ?

উত্তর :- NH4OH       

৪৪২) জাতীয় গ্রাহক অধিকার (National Consumer Rights) দিবস কবে পালিত হয় ?

উত্তর :- 24 December 

৪৪৩) নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?

উত্তর :- অমরকন্টক মালভূমি  

৪৪৪) কোন বিজ্ঞানী হাইড্রোজেনের নামকরণ করেন ?

উত্তর :- লাভসিয়ের           

৪৪৫) নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- মহাপদ্ম নন্দ     

৪৪৬) কোন ধাতুটি ভিটামিন B -১২ এ পাওয়া যায় ?

উত্তর :- Co     

৪৪৭) যে মৌলটি জলে সংরক্ষণ করা হয় -

উত্তর :-  White-p 

৪৪৮) ভোল্টমিটারের কোনটি তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয় ?

উত্তর  :- গ্যাস কার্বন,  গ্রাফাইট ও নিকেল            

৪৪৯) RCB / WBC  গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে -

উত্তর :- নিউবার হিমোসাইটোমিটার         

৪৫০) লজ্জাবতী পাতার চলন কি প্রকার চলন ?

উত্তর :- সিসমোন্যাস্টি 

৪৫১) ভাইরাসের মধ্যে নিন্মলিখিত কোনটি পাওয়া যায় ?

উত্তর :- নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড      

৪৫২) নিন্মলিখিত কোন উদ্ভিদের লেগ হিমোগ্লোবিন থাকে ?

উত্তর :- সয়াবিন        

৪৫৩) রাইবোজমে রয়েছে -

উত্তর :- RNA ও প্রোটিন        

৪৫৪) সবুজ বিপ্লব মানে হলো 

উত্তর :- উচ্চ ফলনযুক্ত বিভিন্ন অনুশীলন        

৪৫৫) Blood Cancer এর অপর নাম কি ?

উত্তর :- লিউকেমিয়া  

৪৫৬) "O" রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন রয়েছে ?

 উত্তর :- কোনটাই নেই 

৪৫৭) মাটি নিয়ে পড়াশুনা কে কি বলে ?

উত্তর :- পেডোলজি   

৪৫৮) অ্যালুমিনিয়াম সালফেট {Al2(So4)3} এ অক্সিজেনের পরিমান কত ?

উত্তর :- 56.1      

৪৫৯) মানুষের শরীরে কোন গ্রুপের রক্ত বেশি পাওয়া যায় -

উত্তর :- B+

৪৬০) মানুষের শরীরের "জৈব্য রাসায়নাগার" কোন অঙ্গকে বলে ?

উত্তর :- যকৃৎ       

৪৬১) ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি ?

উত্তর :- স্থিতিশক্তি 

৪৬২) ফেনফথ্যালিন একটি -

উত্তর :- নির্দেশক 

৪৬৩) ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি ?

উত্তর :- টোকোফেরল        

৪৬৪) অ্যানোমোমিটার কি পরিমাপের জন্যে ব্যবহৃত হয় ?

উত্তর :- বাতাসের গতিবেগ       

৪৬৫) পৃথিবীর শীতলতম স্থান (বসবাসকারী ) হলো -

উত্তর :- ভারখয়ানস্ক       

৪৬৬) মানুষের প্রথম ব্যবহৃত ধাতু ?

উত্তর :- তামা        

৪৬৭) নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত ?

উত্তর :- নর্মদা 

৪৬৮) কৌটিল্য কোথায় থেকে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন ?

উত্তর :- তক্ষশীলা         

৪৬৯) অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান কোনটি ?

উত্তর :- DNA            

৪৭০) নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় ?

উত্তর :- হাইড্রোজেন       

৪৭১) দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর :- মার্শ ম্যান 

৪৭২) বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?

উত্তর :- আলাউদ্দিন খিলজি       

৪৭৩) "আমি সমাজবাদী" - কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন ?

উত্তর :- রাজবিহারী বোস         

৪৭৪) দেবী চৌধুরী রানীর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ?

উত্তর :- সন্ন্যাসী  ও ফকির বিদ্রোহ               

৪৭৫) "It was a crime against God and man to submit to the satanic British Rule" -কার উক্তি ?

উত্তর :- গান্ধীজি 

৪৭৬) নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন কত সালে চালু হয় ?

উত্তর :- 1876

৪৭৭) গোলামগীরী গ্রন্থ কার লেখা ?

উত্তর :- জ্যোতিবা ফুলে      

৪৭৮) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর :- রাজগৃহ    

৪৭৯) "হিকিজ বেঙ্গল গেজেট" কবে প্রকাশিত হয় ?

উত্তর :- 1780

৪৮০) জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত ?

উত্তর :- পাঞ্জাবে          

৪৮১) সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?

উত্তর :- 61 তম সংশোধনী

৪৮২) ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয় ?

উত্তর :- নগর        

৪৮৩) ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?

উত্তর :- সাঁচি       

৪৮৪) "সমাজতান্ত্রিক" ও "ধর্মনিরপেক্ষ" শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল -

উত্তর :- 42 তম সংশোধনীর দ্বারা 

৪৮৫) রাজ্যপালের বেতন এবং ভাতা কোথায় থেকে দেওয়া হয় ?

উত্তর :- রাজ্যের একীভূত তহবিল     

৪৮৬) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে হয়েছিলেন ?

উত্তর :- সরোজিনী নাউডু      

৪৮৭) ভারতীয় সংবিধানের 24 তম ধারায় কোনো কারখানায় শিশু নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় -

উত্তর :- 14 বছরের  কম        

৪৮৮) কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হলো -

উত্তর :- অর্থ কমিশন      

৪৮৯) কোন রাজ্যের রাজ্যপাল কার প্রতি দায়বদ্ধ ?

উত্তর :- রাষ্ট্রপতি 

৪৯০) নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সামন কাজের জন্যে সমান  বেতন - এটি একটি 

উত্তর :- মৌলিক অধিকার     

৪৯১) মার্বেল ঝর্ণা দেখতে পাওয়া যায় -

উত্তর :- নর্মদা নদী         

৪৯২) সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে -

উত্তর :- মানসরোবর হ্রদ         

৪৯৩) তিব্বতে সাংপো নামে পরিচিত নদীটি হলো -

উত্তর :- ব্রহ্মপুত্র

৪৯৪) তিস্তা নদীটি কোন নদীর উপনদী -

উত্তর :- ব্রহ্মপুত্র 

৪৯৫) নিন্মলিখিত কোন রাজ্যে ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত অবস্থিত ?

উত্তর :- কর্ণাটক        

৪৯৬) নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :- গোদাবরী 

৪৯৭) লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- মনিপুর 

৪৯৮) চিরকুট, চাচাই এবং কেক্টন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- মধ্যপ্রদেশ          

৪৯৯) "লা" শব্দের অর্থ কি ?

উত্তর :- গিরিপথ        

৫০০) নিচের কোনটি ভারতের আগ্নেয়গিরির দ্বীপ ?

উত্তর :- নর কনডম    


PDF File Details :-

PDF Name :- 500 GK IN BENGALI

Language :- Bengali

File Size :- 972 KB

Click Here To Download


  ধন্যবাদ

💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...