Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) "শাহনা মান্ডি" ব্যবস্থা গ্রহণ করেন কে ?
উত্তর :- আলাউদ্দিন খলজি
২) নিচের কোন গ্রন্থটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে -
উত্তর :- ঋকবেদ
৩) হাজারীবাগ জাতীয় উদ্দ্যান কোথায় অবস্থিত ?
উত্তর :- ঝাড়খন্ড
৪) দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ?
উত্তর :- রাভি
৫) রবি কীর্তি কার সভাকবি ছিলেন ?
উত্তর :- দ্বিতীয় পুলকেশী
৬) ভারতে কতগুলো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল চিহ্নিত করা হয়েছে -
উত্তর :- 15 টি
৭) অদ্ভুদ সাগর কি বিষয়ক গ্রন্থ -
উত্তর :- জ্যোতিবিজ্ঞান
৮) বিটা রশ্মির কোন কণার স্রোত -
উত্তর :- ঋণাত্মক
৯) ভারতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- মহম্মদ ঘোরী
১০) "আইবক" কথার অর্থ কি ?
উত্তর :- "দাস"
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.