Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ?
উত্তর :- 1913 সালে
২) কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় ?
উত্তর :- বিজ্ঞান
৩) ভারতের কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় ?
উত্তর :- করমন্ডল
৪) নিন্মলিখিত তরঙ্গ গুলির মধ্যে কার কম্পাঙ্ক সবচেয়ে কম -
উত্তর :- রেডিও তরঙ্গ
৫) The Black Death কোন রোগকে বলা হয় ?
উত্তর :- প্লেগ
৬) রাজ্যসভার সদস্যদের কাজকাল কত ?
উত্তর :- 6 বছর
৭) আখে উপস্থিত শর্করা রাসায়নিক নাম কি ?
উত্তর :- সুক্রোজ
৮) রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম হলো -
উত্তর :- অনুচক্রিকা
৯) ভিনিগারের প্রধান উপাদান কি ?
উত্তর :- অ্যাসিটিক অ্যাসিড
১০) কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে ?
উত্তর :- পাললিক শিলা
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.