Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) মনুষ্য সৃষ্ট দূষণকারী গ্যাস গুলোকে বলা হয় -
উত্তর :- এন্হ্রোপোজেনিক
২) মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি কোনটি
উত্তর :- অক্সিন্টিক
৩) উদ্ভিদের সালোকসংশ্লেষের জন্যে কোন গ্যাসটি অপরিহার্য -
উত্তর :- কার্বন ডাই অক্সাইড
৪) ভারত স্টেজ-সিক্স কথাটি কিসের সাথে জড়িত -
উত্তর :- যানবাহন
৫) Food and Agriculture Organization(FAO) এর সদরদফতর কোথায় ?
উত্তর :- রোম
৬) কোনো ব্যক্তির মৌলিক অধিকার রদ করতে পারেন যিনি -
উত্তর :- রাষ্ট্রপতি
৭) বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় -
উত্তর :- 1 ডিসেম্বর
৮) ইটাই ইটাই রোগের কারণ কি ?
উত্তর :- সীসা
৯) মানব দেহের ক্ষুদ্রান্ত্রের দৈঘ্য কত ?
উত্তর :- 7 মিটার
১০) মানবদেহের সবচেয়ে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি ?
উত্তর :- থাইরয়েড
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.