Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) প্রতিটি বাইভ্যালেন্ট থেকে কত ক্রোমাটিডের সৃষ্টি হয় ?
উত্তর :- 8 টি
২) কোষ ঝিল্লির শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ কোন পদার্থ দ্বারা গঠিত ?
উত্তর :- লিপিড
৩) কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি ?
উত্তর :- কলেরা
৪) UUU কোডনটি কোনটি দ্বারা নির্ধারিত হয় ?
উত্তর :- ফিনাইল অ্যালানিন
৫) ম্যালেরিয়া জীবাণুর গ্যামেটোসাইট সৃষ্টি হয় -
উত্তর :- মানুষের লোহিত কণিকায়
৬) কোন উপাদানটিকে নিউক্লিয়েজ এনজাইম থেকে রাইবোজোম রক্ষা করে ?
উত্তর :- mRNA
৭) কোষ প্রাচীর কয়টি স্তরে বিভক্ত ?
উত্তর :- তিনটি স্তরে
৮) DNA অনু কয়টি নিউক্লিওটাইডের বিন্যাস দ্বারা গঠিত ?
উত্তর :- চারটি
৯) কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার আকৃতির ?
উত্তর :- ভ্যাকসিনিয়া
১০) নিচের কোনটি DNA ভাইরাস ?
উত্তর :- হেপাটাইটিস বি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.