Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge in Bengali | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-173 - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৫ সেপ্টেম্বর ২০২১

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge in Bengali | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-173

 

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK

GK%2BCAPSUL%2BDREAM%2BNOT%2BREAL

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS



 👉 Dream Not Real

         
      নমস্কার বন্ধুরা ,
                               আজ আমরা আপনাদের  সামনে নিয়ে এসেছি বাংলা জিকে ক্যাপসুল । আমাদের আজকের প্রশ্ন গুলো বিগত কিছু পরীক্ষার প্রশ্ন পত্র থেকে সংগ্রহ করা। এই প্রশ্ন গুলো WBP | KP | PSC | RAILWAY | WBSC প্রত্যেকটি পরীক্ষার জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন। 

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১) কোন তারিখে "বিশ্ব জৈব জ্বালানি দিবস" পালন করা হয় ?

উত্তর :- 10 আগস্ট 


২) কাবেরী নদীর উৎপত্তিস্থল কোনটি ?

উত্তর :- ব্রহ্মগিরি পর্বত    


৩) আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?

উত্তর :- সিকান্দর শাহ  


৪) সামুদ্রিক নৌমহড়া "SLINEX" কোন দুটি দেশের মধ্যে আয়োজন করা হয় ?

উত্তর :- ভারত ও শ্রীলংকা 


৫) কত সালে "ফোর্ট উইলিয়াম দুর্গ" প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- 1700 সালে 


৬) কোন যুদ্ধের মাধ্যমে আরবরা সিন্ধু জয় করে ?

উত্তর :- রাওয়ের যুদ্ধে     


৭) নিন্মলিখিত কোন রেটটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত নয় ?

রিভার্স রেপো রেট / রেপো রেট / প্রাইম লেন্ডিং রেট (PLR) / CRR 

উত্তর :- প্রাইম লেন্ডিং রেট (PLR)


৮) সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কতগুলি লেখ (Writs) জারি করতে পারে ?

উত্তর :- 5 ধরনের 


৯) হাতির এক মিনিটে স্পন্দন কতবার হয় ?

উত্তর :- 27 বার 


১০) নিন্মলিখিত কোনটি G20 এর সদস্য নয় ?

উত্তর :- ফিলিপিন্স 




ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...