Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্যে সবচেয়ে উপযোগী ?
উত্তর :- তুলা
২) কোন দেশকে "উদীয়মান সূর্যের দেশ" বলা হয় ?
উত্তর :- জাপান
৩) কোন গভর্নর জেনারেল "সতীদাহ প্রথা" রদ করেন ?
উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিংক
৪) নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় ?
উত্তর :- নিকেল
৫) কচ্ছপ নিচের কোন শ্রেণীভুক্ত ?
উত্তর :- উভচর
৬) রক্তচাপ পরিমাপ করার জন্যে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর :- স্ফিগমোনোমিটার
৭) আকাশকে নীল রং দেখানোর কারণ কি ?
উত্তর :- বায়ুমন্ডলে আলোর প্রবেশের সময় প্রতিসরণের জন্যে
৮) কার দ্রাব্যতার জন্যে সোডার বোতল খোলার সময় হিস্ হিস্ শব্দ হয় ?
উত্তর :- কার্বন-মনো-অক্সাইড
৯) দৃষ্টিহীনদের জন্যে পঠন পদ্ধতি কে আবিষ্কার করেন ?
উত্তর :- লুই ব্রেইল
১০) "আনিলা দেবী" নামে পরিচিত কোন লেখক ?
উত্তর :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.